বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে কমছে পশুপাখির আশ্রয়স্থল। আশ্রয়হীন হয়ে মাঝে মাঝেই লোকালয়ে খাবারের খোঁজে চলে আসছে তারা। আবার তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে খাল-বিল নদী-নালা। পশু পাখিদের জন্য পানীয় জলের সংকট বিশেষভাবে গরমকালে দেখা যায়। তাই বছরভর পশু পাখিদের জন্য শ্যামলবাবু চালু করেছেন খাদ্য ও পানীয় জলের ব্যবস্থা।
আরও পড়ুন : হাবড়ার পেয়ারাও এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে, লাভের মুখ দেখছেন চাষিরা
advertisement
আরও পড়ুন : মাটির নীচে তুষের ধিকিধিকি আগুনে পাকানো হয় কাঁচা বেল
শুধু পশুপাখিদের জন্য নয়, ইতিমধ্যে সাড়ে তিনশোরও বেশি বটবৃক্ষের চারা রোপণ করেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। সারা দেশজুড়ে বা প্রতিবেশী দেশগুলোতে বট বৃক্ষের চারা রোপণ করতে চান শিক্ষক শ্যামল জানা। তাঁর কথায়, "এই পৃথিবীতে সকলেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। পশুপাখি এই পরিবেশেরই অংশ। তাদের উদ্দেশে দানাশস্য, বিভিন্ন ফুল ও ঘাসের বীজ, কলা-সহ অন্যান্য ফলমূল ও পানীয় জল বাড়ির ছাদে রাখা থাকবে বছরভর। কাঁথি শহরে আরও কয়েকটি এ ধরনের বাপের হোটেল চালু করার ইচ্ছা রয়েছে।"
( প্রতিবেদন : সৈকত শী)