আরও পড়ুন: লঞ্চের লাইসেন্স বিভ্রাট, সুন্দরবন ঘুরতে গিয়ে হয়রানির মুখে পর্যটকরা
ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে রেশন ডিলাররা কেষ্টপুর অঞ্চলে পোস্টার-ব্যানার নিয়ে পথে নামেন। গোটা দেশব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। রেশন ডিলারদের একাধিক দাবি দাওয়া আছে। মূলত কমিশন বাড়ানো, মাসে ন্যূনতম ৫০ হাজার টাকা আয়ের নিশ্চয়তা দেওয়া, লস চার্জ দেওয়া, হ্যান্ডেলিং চার্জ বাবদ ডিলারদের বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করার মতো একগুচ্ছ দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের ঢাকা এই ধর্মঘটের জেরে দেশের ৫ লক্ষের বেশি রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, অর্থ সংক্রান্ত দাবি-দাওয়ার পাশাপাশি পিডিএস কন্ট্রোলের নামে যে দমন মূলক নীতি রাজ্যের খাদ্য দফতর এনেছ তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন, রেশন গ্রাহকদের প্রাপ্য থেকে বঞ্চিত হতে দেবেন না। এদিকে ডিলারদের এই ধর্মঘট নিয়ে ইতিমধ্যেই আতঙ্কে ভুগতে শুরু করেছে রেশন গ্রাহকরা।
রুদ্রনারায়ণ রায়





