South 24 Parganas News: লঞ্চের লাইসেন্স বিভ্রাট, সুন্দরবন ঘুরতে গিয়ে হয়রানির মুখে পর্যটকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
শতাধিক লঞ্চ যথোপযুক্ত লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছেন না। আর তার জেরে হয়রানির মুখে পড়তে হল পর্যটকদের
দক্ষিণ ২৪ পরগনা: শীতের মরশুমে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে ঘুরতে যাওয়ার অন্যতম ডেসিনেশন হল সুন্দরবন। শীত পড়তেই সুন্দরবনে যথারীতি পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। আর সুন্দরবন ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লঞ্চ বা বোটে করে নদীর বুকে ঘুরে বেড়ানো এবং রাত্রি যাপন। কিন্তু সেই লঞ্চের কারণেই এবার হতাশার সম্মুখীন হতে হল পর্যটকদের। হয়রানির মুখে পড়ল দূর দূরান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষজন।
নতুন বছরে প্রথম দিন থেকে সুন্দরবনে পর্যটকদের ভিড় উপচে পড়েছে। কিন্তু শতাধিক লঞ্চ যথোপযুক্ত লাইসেন্স না থাকার কারণে সুন্দরবনের জঙ্গলে যেতে চাইছেন না। আর তার জেরে হয়রানির মুখে পড়তে হল পর্যটকদের। প্রতিবছর দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে সুন্দরবনের ভ্রমণ করার জন্য লঞ্চ মালিকদের লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এবছর বৈধ কাগজপত্র না থাকার কারণে অনেকেরই লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি। এদিকে লাইসেন্স বিহীন লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকলেই বন দফতর সেগুলো আটক করে, গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা। আর তাই লঞ্চগুলো পর্যটক নিয়ে এবার খাড়ি বা গভীর জঙ্গলে ঢুকতে চাই।
advertisement
advertisement
সুন্দরবন টুরিস্ট বোট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম সর্দার বলেন, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে লাইসেন্স দেওয়ার কাজ। কিন্তু সপ্তাহে মাত্র দু’দিন এই লাইসেন্স প্রদান করার কাজ চলে। সুন্দরবনর প্রায় ৮০০ থেকে ৮৫০ লঞ্চ আছে। ফলে এর মধ্যে সব লঞ্চ লাইসেন্স পায়নি। তাই অনেকেই পর্যটকদের নিয়ে জঙ্গলের ভেতর ঢুকতে চাইছে না। এদিকে পর্যটকরা এসে হতাশ হচ্ছেন, পড়তে হচ্ছে হয়রানির মুখে। তাঁর আশঙ্কা এমন চলতে থাকলে আগামী দিনে সুন্দরবন পর্যটক শূন্য হয়ে যেতে পারে। তাঁর দাবি, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী বছর থেকে জেলা প্রশাসন যেন আরও দু’মাস আগে থেকে লঞ্চের লাইসেন্স দেওয়ার কাজ শুরু করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি জানান, ২ থেকে ৩ তারিখের মধ্য এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2024 7:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: লঞ্চের লাইসেন্স বিভ্রাট, সুন্দরবন ঘুরতে গিয়ে হয়রানির মুখে পর্যটকরা
