আরও পড়ুন: দিঘি বাঁচিয়েই হোক রেলপথ, অনড় ভবাদিঘির বাসিন্দারা
স্থানীয় বাসিন্দারা জানান, খানাকুলের একাধিক জায়গায় বাঁশের আবার কোথাও বা কাঠের সেতু দিয়ে যাতায়াত করতে হয়। বছরের পর বছর কেটে গেলেও কোথাও কংক্রিটের সেতু তৈরি করতে পারেনি প্রশাসন। কিন্তু প্রতি বছরই বন্যার সময় ভেঙে যাওয়া অস্থায়ী সেতু সারানো হয়। এবারেও তার কাজ শুরু হয়েও মাঝপথে আটকে রয়েছে। কিন্তু কেন তার বন্ধ করে দিল প্রশাসন সে নিয়ে তাদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদি এভাবে বন্ধ করে দেয় কাজ তাহলে যাতায়াতের সমস্যা বাড়ছে। এমনকি এই রাস্তা দিয়ে স্কুলে ছেলেমেয়ে থেকে অফিসের যারা কাজকর্ম করে তাদেরকেও দুর্ভোগের শিকার করতে হচ্ছে। তাই অবিলম্বে সেতুটি তৈরি করার দাবি জানিয়েছেন প্রশাসনকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সবমিলিয়ে এখন দেখার প্রশাসন কেন বন্ধ করলো সেতু তৈরি করার কাজ মাঝপথে। তাহলে কি কথা ওই সেতুতে দুর্নীতি হচ্ছিল সেই প্রশ্নই তুলছেন আমজনতা।
Suvojit Ghosh