পরিবারের তরফে জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় প্রাথমিকভাবে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে আসা যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে পৌঁছয় বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, আহত ওই কনেস্টবলের নাম বিভাষ ঘোষ। তিনি গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল। দীর্ঘদিন ধরে নার্ভের ওষুধ খাচ্ছিলেন। নিজের মাথায় গুলি চালিয়ে আত্ম*হত্যার চেষ্টা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন, কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, বছর তিনেক আগে রাজ্য পুলিশের কনস্টেবলের চাকরি পান কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বিভাস ঘোষ (২৮)। তিন মাস আগে বিয়ে হয় মৌসুমীর সঙ্গে, বর্তমানে স্ত্রী মৌসুমী তিন মাসের অন্তঃসত্ত্বা। শনিবার সকালে বাড়ি এসেছিলেন জামাইষষ্ঠীতে। এরপর বিকালে কর্মক্ষেত্রে যান। তারপরেই এই ঘটনা।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
অনিরুদ্ধ কির্তনীয়া, সমীর রুদ্র
