Indian Railways: সারাদিন ট্রেনের শব্দে গমগম করত! করোনা থাবা বসাতেই বন্ধ হয় 'এই' রেলস্টেশন, আজ শুধুই চামচিকি, সাপের আস্তানা! নাম জানেন?

Last Updated:

Indian Railways: করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউন হয়ে যায়। সেই সময় বন্ধ ছিল ট্রেন চলাচল, তখন বন্ধ হয়ে যায় এই স্টেশন। আশ্চর্যের বিষয় আজ এত বছর হয়ে যাওয়ার পরেও সেই স্টেশন আর চালু করা যায়নি।

ছবি সৌজন্যেঃ এআই
ছবি সৌজন্যেঃ এআই
কোহদাদ, মধ্যপ্রদেশঃ দেশে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনার ঢেউ। ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত বারে বারে করোনা এসেছে এবং গিয়েছে বহুবার। করোনার জেরে এই ছ-বছরে বদলে গিয়েছে অনেক কিছুই। অবনতিশীল সিস্টেম এবং পরিস্থিতি ট্র্যাকে ফিরে এসেছে ধীরে ধীরে। কিন্তু মধ্যপ্রদেশের খান্ডোয়ায় এই রেলস্টেশনে বিগত ৬ বছর ধরে বন্ধ। করোনার প্রথম ঢেউয়ের সময় লকডাউন হয়ে যায়। সেই সময় বন্ধ ছিল ট্রেন চলাচল, তখন বন্ধ হয়ে যায় এই স্টেশন। আশ্চর্যের বিষয় আজ এত বছর হয়ে যাওয়ার পরেও সেই স্টেশন আর চালু করা যায়নি।
খান্ডোয়া রেলওয়ে স্টেশন শহর থেকে কিছুটা দূরে। করোনার আগে এই স্টেশন ট্রেনের শব্দে মুখরিত হয়ে থাকলেও আজ তা শুনশান। এখন ট্রেন আসে না, হুইসেল বাজে না, বাচ্চাদের দুষ্টুমি দেখা যায় না, নেই হকারদের হাঁকডাক। বেঞ্চে বসে খবরের কাগজ পড়েন না কেউ। ৬ বছরে এখানে একটিও ট্রেন থামেনি। স্থানীয়রা বলছেন, রেলওয়ে মনে হয় এই স্টেশনের কথা ভুলে গিয়েছে। নইলে করোনার লকডাউনের পর সব খুলে গেল, এই স্টেশন আজও একেবারে বন্ধই পড়ে রইল। কিন্তু কী কারণ, উত্তর জানে না কেউ।
advertisement
আরও পড়ুনঃ পেটে গেলেই কুরে কুরে খায় ‘এঁদের’ লিভার! আজই করলা-উচ্ছে খাওয়া বন্ধ করা উচিৎ কাদের? নচেৎ শরীরের দফারফা
তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারির আগে ৫১১৫৮, ৫১১৮৮, ৫১১৮৭ ও ৫১১৫৭ নম্বর ট্রেন কোহদাদ স্টেশনে থামত। প্ল্যাটফর্মে কৃষকরা তাদের ফসল শহরে নিয়ে যেত, ছাত্ররা স্কুল-কলেজের উদ্দেশ্যে রওনা দিত, চাকুরিজীবীরা যাত্রা শুরু করত। আশপাশের সমস্ত গ্রামের মানুষ এই স্টেশনের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন তা জনশূন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘শোনো, তুমি…’, বিবাহবার্ষিকীর সকালে সেনা জওয়ানের ফোন স্ত্রীকে, ফোন তুলতেই কথা শুরু, উত্তরে মা বললেন ‘বউমা…’
কেন বন্ধ হল স্টেশন? রেলের যুক্তি, যাত্রী সংখ্যা কম এবং লোকসানে চলার জন্য এই স্টেশন চালু করা যায়নি। এখান থেকে ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়। কিন্তু রেলওয়ের পরিসংখ্যানের বাইরেও রয়েছে গ্রামের চাহিদা, প্রবীণদের অসহায়ত্ব, কৃষকদের সমস্যা এবং ছাত্রদের সংগ্রাম। মানুষের এখনো এই স্টেশন দরকার। স্থানীয়দের দাবি, প্রতিদিন স্টপেজে অন্তত একটি বা দুটি যাত্রীবাহী ট্রেন এখানে যেন থামে, যাতে গ্রামের আনুষঙ্গিক চাহিদা মেটানো যায়।
advertisement
স্থানীয়দের দাবি, এই স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল একসময়। টাকলিকালা গ্রামের বাসিন্দা জয়দীপ কুশওয়াহা বলেন, “কোহাদাদ স্টেশন অনেক পুরনো। ১৯৬০-৬১ সালে যখন জলের জন্য হাহাকার শুরু হয়েছিল, তখন কোহরাদ স্টেশনই রেলকে জীবনদায়ী জল দিয়েছিল। নিকটবর্তী সাকাটা নদী থেকে জল ভরা হয় এবং খান্ডোয়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেই সময়, ট্রেন কয়লা দিয়ে চালানো হত এবং কোহাদাদ স্টেশন তাদের অবলম্বন হয়ে ওঠে।” বর্তমানে সেই স্টেশনই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কাটনি-ভুসাওয়াল যাত্রী এখানে থামতেন, এখন তা এক্সপ্রেসে রূপান্তরিত হয়েছে। অন্য কোনও যাত্রীবাহী ট্রেনও এখানে থামে না। ফলে গ্রামবাসীরা অটো, বাস এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার করে আশেপাশের প্রধান স্টেশনগুলিতে পৌঁছন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Indian Railways: সারাদিন ট্রেনের শব্দে গমগম করত! করোনা থাবা বসাতেই বন্ধ হয় 'এই' রেলস্টেশন, আজ শুধুই চামচিকি, সাপের আস্তানা! নাম জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement