ফলে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কোন্দল বৃদ্ধি পাচ্ছে। উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলা। বুধবার মুর্শিদাবাদ জেলার সুতির বাউড়িপুনি এলাকায় তৃণমূলের মিছিল শুরু হওয়ার আগেই তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দিল কংগ্রেস কর্মীরা। এমনটাই অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা। গুরুতর আহত অবস্থায় কুরবান আলি নামে তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে স্হানীয় হাসপাতালে।
advertisement
আরও পড়ুন- ভ্যানে লাগিয়েছেন দলীয় পতাকা, এই ভ্যানচালক এ বার পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থী
জানা যায়, ভোট প্রচারের জন্য তৃণমূলের একটি মিছিল শুরু হওয়ার আগেই কংগ্রেস কর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। আর সেই বচসা থেকেই মারামারির আকার ধারণ করে। দুই পক্ষের মধ্যে চলে লাঠি নিয়ে মারামারির ঘটনা।
এই প্রসঙ্গে উমরাপুর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি একরামুল হক জানিয়েছেন, ওই আক্রান্ত তৃণমূল কর্মীর নাম কুরবান আলী। তাঁকে মেরে রক্তাক্ত করে দিয়েছে কংগ্রেসের কর্মীরা।
যদিও কংগ্রেস এইসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এই ঘটনায় রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সুতি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
কৌশিক অধিকারী