কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার জয়নগরের বামনগাছি গ্রাম পঞ্চায়েতের দলুয়াখাকি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দিতে হাজির হন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। তিন দিন আগে কংগ্রেসের প্রতিনিধি দল জয়নগরের দলুয়াখাকি গ্রামে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছিলেন। সেদিন গ্রামে প্রবেশ করতে না পেরে বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছিল। এরপর তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কংগ্রেসের প্রতিনিধি দল এদিন ফের হাজির হয় জয়নগরের। আদালতে নির্দেশমতো গ্রামে না ঢুকে জয়নগরের দক্ষিণ বারাসত বয়েজ স্কুলের সামনে কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা গ্রামের ক্ষতিগ্রস্ত মহিলাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে জয়নগরের দক্ষিণ বারাসত বয়েজ স্কুলের সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: হোম ডেলিভারির রান্না চলছিল বাড়িতে, হঠাৎ বিকট শব্দে ফাটল গ্যাস সিলিন্ডার! আহত ৫
এই উপলক্ষে কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। গ্রামবাসীদের হাতে ত্রাণ সামগ্রিক তুলে দেওয়ার পর কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, আমরা এখানে রাজনীতি করতে আসিনি, মানুষের পাশে থাকতে এসেছি। মানুষের সাহায্যের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা এখানে ত্রাণ সামগ্রিক নিয়ে এসেছি। আমরা গ্রামে ঢুকিনি। গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষকে এখানেই ডেকে তাঁদের হাতেই ত্রাণ সামগ্রী তুলে দিয়েছি।
সুমন সাহা