TRENDING:

Bangla News: আদ্রাতেই হবে কমরেড বাসুদেব আচারিয়ার শেষকৃত্য, থাকবে রাজ্যস্তরের নেতৃত্বরা

Last Updated:

পুরুলিয়াবাসীরা চোখের জলে শেষ বিদায় জানাবে কমরেড বাসুদেব আচারিয়াকে , রইল সম্পূর্ণ তথ্য!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : দীর্ঘদিন সফল রাজনীতিবিদ হিসাবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন কমরেড বাসুদেব আচারিয়া। গোটা কর্ম জীবনে একের পর এক সংগ্রাম করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। ৮১ বছর বয়সে চিরতরে বিদায় নিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএমের ৭ বারের প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়া। সোমবার দুপুরে হায়দ্রাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে পুরুলিয়ায়। তার শেষকৃত্যে রাজ্য স্তরের নেতৃত্বরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
কমরেড বাসুদেব আচারিয়া শেষকৃত্য সম্পন্ন হবে  আদ্রায়
কমরেড বাসুদেব আচারিয়া শেষকৃত্য সম্পন্ন হবে  আদ্রায়
advertisement

আরও পড়ুনঃ কোলে প্রাণের চেয়ে প্রিয় গোপাল ঠাকুর, শ্বশুরবাড়ির সামনেই ধর্না গৃহবধূর! কারণ জানলে অবাক হবেন

এ বিষয়ে সিপিএমের পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, বাসুদেব আচারিয়ার শেষকৃত্য সম্পন্ন হবে রেল শহর আদ্রাতেই। ‌বাসুদেব আচারিয়ার মরদেহবাহী গাড়ি বুধবার কলকাতা থেকে দুপুর দেড়টা নাগাদ সিপিএম-র পুরুলিয়া জেলা কার্যালয়ে পৌঁছাবে। সেখানেই সাড়ে তিনটা পর্যন্ত মাল্যদান পর্ব চলবে। তারপর ওই কার্যালয় থেকে শোক মিছিল শুরু হবে। বাসস্ট্যান্ডের মোড়ে সিআইটিইউ-র পুরুলিয়া জেলা কমিটি ও সাহেব বাঁধের কাছে এবিটিএ-র পক্ষ থেকে মাল্যদান করা হবে। এরপর ওই গাড়ি মাহাত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশ দিয়ে হরিপদ সাহিত্য মন্দির ছুঁয়ে, সাহেব বাঁধের রাস্তা দিয়ে গোশালা মোড় হয়ে রেল ওভারব্রিজ পেরিয়ে আদ্রায় বাসুদেব আচারিয়ার বাসভবনে পৌঁছাবে। সেখানেও তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে পরিবারের সদস্যরা ও দলীয় কর্মী সমর্থকেরা। ‌আদ্রাতেই হবে তাঁর শেষকৃত্য সম্পন্ন।

advertisement

প্রবীণ কমিউনস্ট নেতা বাসুদেব আচারিয়ারর শেষকৃত্যে উপস্থিত থাকবেন বামফ্রন্টের চেয়ারম্যান তথা দলের বর্ষীয়ান নেতা বিমান বসু , সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দলের পলিটবুরো সদস্য ও সিআইটিইউ-র সর্বভারতীয় সম্পাদক তপন সেন , রাজ্য সম্পাদক অনাদি সাহু , রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আভাষ রায়চৌধুরী সহ আরও অন্যান্যরা।

advertisement

প্রবীণ এই বর্ষিয়ান নেতার একাধিক অবদান রয়েছে রাজ্যের অনেক মানুষের জীবনে।‌ গোটা জীবনে নিষ্ঠার সঙ্গে তিনি নিজের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছেন। তাঁর মধ্যে কোনও আত্ম-অহংকার ছিল না। খুব সহজেই জনগণের কাছে পৌঁছে যেতেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজনৈতিক মহলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: আদ্রাতেই হবে কমরেড বাসুদেব আচারিয়ার শেষকৃত্য, থাকবে রাজ্যস্তরের নেতৃত্বরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল