Bangla News: কোলে প্রাণের চেয়ে প্রিয় গোপাল ঠাকুর, শ্বশুরবাড়ির সামনেই ধর্না গৃহবধূর! কারণ জানলে অবাক হবেন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
ভালোবেসে বিয়ে করেছিলেন মনের মানুষকে। কিন্তু সংসার করতে চাইছেন না স্বামী। কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার ডোমকলে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিয়েছিলেন যুবতী।
মুর্শিদাবাদ: ভালবেসে বিয়ে করেছিলেন মনের মানুষকে। কিন্তু সেই মনের মানুষ আর সংসার করতে চাইছেন না। তাই এবার বাধ্য হয়ে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সুতির মুরালি পুকুরে ।
কয়েকদিন আগে মুর্শিদাবাদ জেলার ডোমকলে প্রেমিকের বাড়ির সামনে ধর্না দিয়েছিলেন যুবতী। চার সন্তানের বাবাকে বিয়ের দাবিতে ধর্নায় সন্তান কোলে ছিল যুবতী। তবে এবার অন্য ঘটনা। জানা গিয়েছে, গত এক বছর আগে এক মহিলাকে সুতির মুরালি পুকুরের বাসিন্দা বিয়ে করে বাড়ির অমতে। বিয়ের পর থেকে তাঁরা বাড়ি ভাড়া করে সংসার পেতেছিলেন। সব কিছুই ঠিকঠাক ভাবে চলছিল। কিন্তু হঠাৎই ব্যতিক্রম ঘটে। যুবক কাজের নাম করে ভাড়া বাড়িতে বউকে রেখে চলে যায় নিজের বাড়িতে। আর তারপরেই গৃহবধূ তার শ্বশুরবাড়িতে গেলে স্বামী, শ্বশুর এবং শাশুড়ি তাঁকে বাড়ির বৌ পরিচয় দিতে অস্বীকার করে।
advertisement
advertisement
গৃহবধূ তাঁর শ্বশুর শ্বাশুড়িকে জানায়, যুবক তাঁকে বিয়ে করেছে গত এক বছর আগে। তাঁরা মুরালি পুকুরে ভাড়া বাড়িতে এক বছর সংসার করেছে। গৃহবধূর কথায় স্বামী তাঁকে বৌ হিসেবে অস্বীকার করছে বর্তমানে। শ্বশুর তাঁকে বাড়ি থেকে বার করে দিলে সে বাড়ির সামনে ধর্নায় বসে যায় সঙ্গে গোপাল ঠাকুর নিয়ে।
এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। এলাকায় জড়ো হয়ে যায় সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। ঘটনার খবর দেওয়া হয় প্রশাসনকে। যদিও যুবকের পরিবার সংবাদ মাধ্যমের সামনে কোনও রকম মুখ খুলতে চাননি। যদিও শ্বশুর বাড়িতে আশ্রয় চাইছে বর্তমানে গৃহবধূ। যদিও গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, যদি বিয়ে করে থাকে ঐ যুবক তাহলে তাকে শ্বশুর বাড়িতে ঠাঁই দেওয়া হোক।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 9:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: কোলে প্রাণের চেয়ে প্রিয় গোপাল ঠাকুর, শ্বশুরবাড়ির সামনেই ধর্না গৃহবধূর! কারণ জানলে অবাক হবেন