TRENDING:

Purulia News: ৩ বছরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি...! এ কী কাণ্ড পুরুলিয়ায়! কী রয়েছে জঙ্গলমহলের অন্দরে?

Last Updated:

Purulia News: বিরল দৃশ্য পুরুলিয়ায় , রুখাশুখা পুরুলিয়ায় আশ্চর্য নলকূপের হদিস , কী বলছেন ভূতত্ত্ববিদ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া : রুক্ষ লালমাটির জেলা পুরুলিয়া। এই জেলাতে বরাবরই জলের সমস্যা। ফি বছর জল সঙ্কট দেখা যায় জেলায়। ভূগর্ভস্থ জলের স্তর নেমে যায় গ্রীষ্মের দিনে। জল পাওয়া যায় না নলকূপ ও বোরিং-এ।‌ জলের হাহাকার শুরু হয়ে যায় জেলা জুড়ে। আর এবার এই রুখাশুখা পুরুলিয়াতে দেখা গেল একেবারেই ভিন্ন ছবি। আড়শা ব্লকের হেঁসলা গ্রাম পঞ্চায়েতের বারপাড়ার গ্রাম। অযোধ্যার অন্যতম শৃঙ্গ ঢলবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গ্রাম। সেখানেই একটি নলকূপে অনবরত বেরিয়ে চলেছে জল। এই নলকূপের জল কোনদিনই বন্ধ হয় না। শীত , গ্রীষ্ম , বর্ষা সারাবছরই এই কল থেকে জল পড়ে। এখানে নেই কোনও বৈদ্যুতিক মোটর তারপরেও জল বয়ে চলেছে। এ যেন একেবারেই আশ্চর্য ঘটনা।
advertisement

এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন , নলকূপ বসানোর জন্য যখন বোরিং করা হচ্ছিল তখনই এই ঘটনা ঘটে। বহু চেষ্টা করেও এখানে জলের কল বসানো সম্ভব হয়নি। ‌ প্রায় দেড়শ ফুট পাইপ পোতা রয়েছে এই জায়গায়। ‌বিগত তিন বছরে তারা কখনও দেখেননি এখানে জল বন্ধ হতে। এ যেন তাদের কাছে ভগবানের আশীর্বাদ। রুক্ষ এই জেলাতে যেখানে সকলকেই জলকষ্টে ভুগতে হয় সেখানে তারা স্বস্তিতে দিন কাটাতে পারেন। এ বিষয়ে সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর মৃণাল মণ্ডল ও বিশ্বজিৎ বেরা বলেন , ওই জায়গার ভৌগলিক অবস্থানের কারণে এই জল অনবরত বেরিয়ে চলেছে। এটা কোন আশ্চর্য ঘটনা নয়। আর্টেজিও কূপের কারণে এই ঘটনা ঘটতে পারে।

advertisement

আরও পড়ুন-তুলসী গাছ থেকে হঠাৎ পিঁপড়ে বেরতে শুরু করেছে? খবরদার…! এড়িয়ে যাবেন না, কিসের ইঙ্গিত? জানুন আপনার জীবনে কী প্রভাব পড়ছে

দুটো অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে যদি প্রবেশ্য শিলাস্তর অর্ধচন্দ্রকারে অবস্থান করে, এবং এই আবদ্ধ শিলাস্তরের উভয় পার্শ্ব যদি ভূ-পৃষ্ঠের সঙ্গে উন্মুক্ত থাকে সেক্ষেত্রে বৃষ্টিপাতের জল দু’পাশের উন্মুক্ত প্রবেশ্য জলবাহী এবং জলধারণকারী শিলাস্তরে প্রবেশ করে। এক্ষেত্রে প্রবেশ্য শিলাস্তরে জলজ চাপ বায়ুমন্ডলীয় চাপের থেকে বেশি হওয়ায় অপ্রবেশ্য শিলাস্তরে কোনও দুর্বল স্থান বরাবর জল বাইরে বেরিয়ে আসতে চায়।

advertisement

আরও পড়ুন-ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয়…! ৮ রাজ্য কাঁপবে তুমুল ভারী ঝড়-বৃষ্টিতে! ধুলোঝড়ের তাণ্ডব, কী হবে বাংলায়? জানিয়ে দিল IMD

প্রসঙ্গত , হেঁসলা গ্রাম পঞ্চায়েত ২০২২-’২৩ সালে পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৮৪ হাজার টাকা বরাদ্দ হয় গভীর নলকূপ নির্মাণের জন্য। এরপর বোরিংয়ের কাজ শুরু হয়। ওই এলাকায় আরও কয়েকটি নলকূপ রয়েছে। জলের স্তর পেতে অন্তত ৬০০ থেকে ৭০০ ফুট খুঁড়তে হয়। কিন্তু এই নলকূপ খুঁড়তে গিয়েই ঘটে এই ঘটনা। আর তাতেই স্বস্তিতে রয়েছে গোটা গ্রাম।

advertisement

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ৩ বছরে এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি...! এ কী কাণ্ড পুরুলিয়ায়! কী রয়েছে জঙ্গলমহলের অন্দরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল