জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই কিশোরী ন্যাজাট থানার বাউনিয়া এলাকায় বাড়ির সামনে উঠানে খেলা করছিল। সেই সময় ওই কিশোরীর বাড়িতে কেউ ছিল না। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী টিভি দেখার নাম করে ওই কিশোরীকে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে ডেকে ওই কিশোরীরকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিকেলে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে আসলে ঘটনার কথা তাদের জানায় নির্যাতিতা কিশোরী। পরে ন্যাজাট থানায় এসে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরীর বাবা। অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: কুঁড়েঘরের মধ্যে কী পড়ে আছে ওটা! এগিয়ে গিয়ে যা দেখা গেল, চক্ষু চড়কগাছ সকলের
এদিকে, গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মানিক সাহা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বোয়ালদহ এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিক তার প্রতিবেশী এক গৃহবধূর ঘরে জল খাওয়ার নাম করে ঢুকেছিল।
আরও পড়ুন: টেট-এর প্রশ্ন নিয়ে যাচ্ছিল একটি গাড়ি, হঠাৎ ঘটে গেল মারাত্মক ঘটনা! ছুটে এল পুলিশ
অভিযোগ, সেই সময় ওই গৃহবধূকে একা পেয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে এবং জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানায় এবং শনিবার রাতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে।