আরও পড়ুন: রান্নাঘরই প্যাথলজি ল্যাব! ভুয়ো ডায়গনস্টিক সেন্টার নিয়ে সাবধান
১৯৯৮ সালে উস্তি বাসস্ট্যান্ডের কাছে তৈরি হয়েছিল বাসডিপো। যার জন্য নেওয়া হয়েছিল প্রায় আড়াই একর জায়গা। মূলত ভূতল পরিবহণ নিগম বাসের ডিপো সরিয়ে নেওয়ায় সরকারি বাস চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। নিত্য যাত্রীদের অভিযোগ, বাসস্ট্যান্ডে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সরকারি বাস মিলছে না। বাধ্য হয়ে বেসরকারি বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
advertisement
এই বাস ডিপো তৈরির পর ধীরে ধীরে সেখানে বাসের সংখ্যা বাড়ানো হয়। এরপর সরকারি বাসের কর্মীদের থাকার ভবন তৈরি করা হয়। ধর্মতলা ছাড়াও কাকদ্বীপ, নামখানা, বকখালি, পাথরপ্রতিমা, রামগঙ্গার বাস যাতায়াত করত উস্তির এই ডিপো থেকে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাসের ডিপো সরিয়ে নিয়ে যাওয়ায় রাস্তায় বাসের দেখা নেই। বর্তমানে নিরাপত্তা কর্মীসহ মোট তিনজন কর্মী রয়েছেন, তাঁদের তেমন কাজ নেই বললেই চলে। সল্টলেক ডিপো থেকে দুটি বাস উস্তিতে নাইট হল্ট করছে। এরপর সকালে বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। বর্তমানে ডিপোতে ১৩ টি বাস খারাপ অবস্থায় পড়ে আছে। এই বিষয়ে মগরাহাট-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানবেন্দ্র মণ্ডল বলেন, যাত্রীদের সমস্যা নিয়ে বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনা করব। উন্নত পরিষেবার জন্য পাঁচিল দিয়ে ঘেরার লক্ষ্যে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। তারপরেও কেন বাস ডিপো সরিয়ে নিয়ে যাওয়া হল তা নিয়ে ধোঁয়াশায় আছি। এ নিয়ে মগরাহাট-১ ব্লকের বিডিও আশিক ইকবাল বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করব। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক