Malda News: রান্নাঘর‌ই প্যাথলজি ল্যাব! ভুয়ো ডায়গনস্টিক সেন্টার নিয়ে সাবধান

Last Updated:

ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারগুলিতে চিকিৎসক থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান থাকে না। পয়সার বিনিময়ে আপনার শারীরিক বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করছে ঠিক‌ই। কিন্তু যে রিপোর্ট দিচ্ছে তা কতটা ঠিক সেটা নিয়ে সন্দেহ থাকছে

+
ডায়াগনস্টিক

ডায়াগনস্টিক সেন্টার খতিয়ে দেখছেন প্রশাসনের কর্তারা

মালদহ: ভুয়ো প্যাথলজি সেন্টার থেকে রক্তের পরীক্ষা করাচ্ছেন না তো? বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে পরিষেবা নেওয়ার সময় সাবধান। শহরের অলিতে গলিতে ফাঁদ পেতে রয়েছে একের পর এক ভুয়ো ডায়গনস্টিক সেন্টার বা প্যাথলজি ল্যাব। আপনি বুঝতেই পারবেন না। একবার সেই সেন্টারে ঢুকলে বিপদে পড়তে পারেন। সঠিক চিকিৎসা পরিষেবা তো পাবেন‌ই না, উল্টে আপনার খরচ হতে পারে কয়েকগুণ বেশি টাকা।
এই সমস্ত ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারগুলিতে চিকিৎসক থেকে শুরু করে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান থাকে না। পয়সার বিনিময়ে আপনার শারীরিক বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করছে ঠিক‌ই। কিন্তু যে রিপোর্ট দিচ্ছে তা কতটা ঠিক সেটা নিয়ে সন্দেহ থাকছে। ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত ভুয়ো প্যাথলজি ল্যাবের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। এই সব ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের পরিকাঠামো দেখে চক্ষু চড়কগাছ হয়ে যাওয়ার জোগাড় প্রশাসনিক কর্তাদের।
advertisement
advertisement
তদন্ত করে দেখা গিয়েছে এইসব প্যাথলজি সেন্টারের কোন‌ও শংসাপত্র নেই। এমনকি ডাক্তারের স্বাক্ষর ছাড়াই একাধিক রিপোর্ট তৈরি হচ্ছে সেখানে। ছোট্ট একটি ঘরের মধ্যে চলছে যন্ত্রপাতি বসিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ। সেখানে গিয়ে প্রশাসনিক কর্তারা দেখেন রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে রান্নাঘরে। এমনই একাধিক ডায়গনস্টিক সেন্টার মালদহ শহরের বিভিন্ন অলিতে গলিতে চলছে। কোথাও পরিকাঠামো নেই আবার কোন‌ও কোন‌ও সেন্টার চলছে পর্যাপ্ত কর্মী, টেকনিশিয়ান ছাড়াই।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
ইংরেজবাজারের জয়েন্ট বিডিও আবু তায়েব বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত চলছে। আমরা যা কিছু পেয়েছি কর্তৃপক্ষের কাছে জমা দেব। দুটি ডায়গনস্টিক সেন্টার আমরা সিল করেছি।
প্রশাসনের পক্ষ থেকে বিশেষ হানা দিয়ে হাতেনাতে দুই ভুয়ো ডায়গনস্টিক সেন্টারে হদিশ মেলে। সিল করে দেওয়া হয় দুটি সেন্টার। জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও আফগারি দফর যৌথ ভাবে হানা দেয়। গোটা ঘটনায় সবচেয়ে অসহায় অবস্থা সাধারণ মানুষের। সেইসঙ্গে বিষয়টি জানাজানি হতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: রান্নাঘর‌ই প্যাথলজি ল্যাব! ভুয়ো ডায়গনস্টিক সেন্টার নিয়ে সাবধান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement