TRENDING:

Bad Road: বেহাল রাস্তায় যখন-তখন দুর্ঘটনার আশঙ্কা, হুঁশ নেই প্রশাসনের

Last Updated:

Bad Road: দু'দিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তবে আগে থেকেই এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: রাস্তার অবস্থা বেহাল বললেও বোধহয় কম বলা হবে। অথচ হুঁশ নেই প্রশাসনের। এমনই অবস্থা চাকদহ স্টেশন থেকে চৌরাস্তা যাওয়ার রাস্তার। ফলে অল্প বৃষ্টিতেই জমছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে এলাকাবাসীদের।
advertisement

দু’দিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তবে আগে থেকেই এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। এলাকাবাসীদের অভিযোগ, সারা বছর বর্ষার সময় এই রাস্তা পুকুরে পরিণত হয়। অসুস্থ রোগী, কিংবা সাধারণ মানুষ কোনওভাবেই ঠিকঠাক যাতায়াত করতে পারেন না। রাস্তাতেও রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টিতে জল জমে সেই গর্ত বোঝা যায় না। তাতেই একের পর এক দুর্ঘটনার শিকার হতে হয় প্রত্যেককে। তবে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু হয়নি রাস্তা মেরামতি। স্থানীয় পঞ্চায়েত মাঝে মাঝে কিছু কাজ করলেও স্থায়ীভাবে কিছু সমাধান হয় না।

advertisement

আর‌ও পড়ুন: কৃষিভিত্তিক ব্যবসায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চলছে প্রশিক্ষণ শিবির

কোটা পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, চোখে কাপড় বেঁধে চলছেন আধিকারিকরা। মানুষের অসুবিধে বোঝার সময় নেই তাঁদের। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bad Road: বেহাল রাস্তায় যখন-তখন দুর্ঘটনার আশঙ্কা, হুঁশ নেই প্রশাসনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল