দু’দিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তবে আগে থেকেই এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। এলাকাবাসীদের অভিযোগ, সারা বছর বর্ষার সময় এই রাস্তা পুকুরে পরিণত হয়। অসুস্থ রোগী, কিংবা সাধারণ মানুষ কোনওভাবেই ঠিকঠাক যাতায়াত করতে পারেন না। রাস্তাতেও রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টিতে জল জমে সেই গর্ত বোঝা যায় না। তাতেই একের পর এক দুর্ঘটনার শিকার হতে হয় প্রত্যেককে। তবে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু হয়নি রাস্তা মেরামতি। স্থানীয় পঞ্চায়েত মাঝে মাঝে কিছু কাজ করলেও স্থায়ীভাবে কিছু সমাধান হয় না।
advertisement
আরও পড়ুন: কৃষিভিত্তিক ব্যবসায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চলছে প্রশিক্ষণ শিবির
কোটা পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, চোখে কাপড় বেঁধে চলছেন আধিকারিকরা। মানুষের অসুবিধে বোঝার সময় নেই তাঁদের। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
মৈনাক দেবনাথ