একাধারে ব্যাপক হারে পর্যটকদের নিয়ে হিমশিম খাচ্ছেন হোটেল, রিসোর্ট, লজ মালিকেরা। প্রায় প্রতিদিনই হচ্ছে ট্রেনের সমস্যা। যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পর্যটকেরাও। এছাড়াও বরাভূম রেল স্টেশনে বেশিরভাগ ট্রেন আর দাঁড়ায় না। অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য নিকটতম রেল স্টেশন হল বরাভূম। আগে এখানে অন্যান্য অনেক ট্রেন দাঁড়াত। তবে বর্তমানে ট্রেনের সংখ্যা কমে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হাড় কাঁপানো ঠান্ডার মাঝে ঝিরিঝিরি বৃষ্টি! আরও নামবে পারদ, নিউ ইয়ারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা
এর ফলে যোগাযোগ মাধ্যম অনেকটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। এমনকি বাসের যোগাযোগ ব্যবস্থাও যথাযথ নয় এই জেলার পর্যটনের নিরিখে। এ বিষয়ে পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা বলেন, এখানে বেড়াতে এসে তারা ট্রেনের ভোগান্তির শিকার হয়েছেন। প্রতিনিয়ত পর্যটকদের সংখ্যা যখন বাড়ছে ট্রেনের সংখ্যাও সেখানে বাড়ানো উচিত। ট্রেন না বাড়ালে যাত্রীদের সমস্যা আরও বাড়বে।
এ বিষয়ে বাঘমুন্ডি হোটেল, লজ ও রিসোর্ট ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত চন্দ্র কুমার বলেন, যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যার মুখে পড়ছেন পর্যটকেরা। পুরুলিয়া আসার ইচ্ছা থাকলেও অনেক সময় পিছিয়ে যাচ্ছেন তারা। এর প্রভাব পড়ছে পর্যটন ব্যবসার উপর। তাই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হয় তাহলে এই সমস্যার সমাধান মিলবে। পর্যটনের শ্রীবৃদ্ধি হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের এই জেলাও পর্যটকদের পছন্দের ডেস্টিনেশন। পর্যটন মরশুমে রেকর্ড সংখ্যক পর্যটকদের ঢল নামে। কিন্তু অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটনে ধাক্কা খাচ্ছে এই জেলা। কবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে সেই দিকেই তাকিয়ে পর্যটক-সহ পর্যটন ব্যবসায়ীরা।





