আরও পড়ুন: রাজবংশী ভাষার শব্দকোষ পরিমার্জিত হল, আয়োজনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
শান্তিপুরের শহরের শেষ প্রান্ত কিংবা প্রত্যন্ত গ্রাম থেকে ৫০-১০০ টাকা টোটো ভাড়া দিয়ে হাসপাতালে পৌঁছেও মিলছে না জন্ম কিংবা মৃত্যুর সার্টিফিকেট। দিনের পর দিন ঘুরতে ঘুরতে পরিজনরা নাজেহাল। এদিন ঘড়িতে তখন পৌনে বারোটা বাজে, অফিসে ১১ টি চেয়ার থাকলেও মাত্র তিনজনকে সেখানে বসে থাকতে দেখা যায়। ১১ টার সময় অফিস খোলার পর জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিতে আসা পরিবারের লোকেরা জানতে পারেন আজও ফাঁকা হাতেই ফিরতে হবে। কারণ যিনি দায়িত্বে আছেন তিনি শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েকদিন হাসপাতালে আসছেন না।
advertisement
জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার মূল দায়িত্বে থাকা রাজা বিশ্বাস বলেন, তিনি আগেই এসেছিলেন। যদিও বাইরে প্রতীক্ষারত কেউ তাঁকে ১১ টার আগে ঢুকতে দেখেননি বলে দাবি করেন। অ্যাকাউন্ট দেখভাল করা অনল প্রমাণিক জানান শংসাপত্র দেওয়া তাঁর কাজ নয়, তবে দেরিতে আসা প্রসঙ্গে বলেন শরীর খারাপ।অপর এক কর্মচারী বীপ্র সরকার দেরি হওয়ার কারণ প্রসঙ্গে ট্রেন লেটের কথা জানান। শান্তিপুর লঙ্কাপাড়া থেকে আগত রোজিনা খাতুন এই হাসপাতালেই দুমাস আগে সন্তান প্রসব করলেও আজও তিনি সন্তানের বার্থ সার্টিফিকেট পাননি।
ভোলানাথ বর্মন নিজের তরতাজা ছেলেকে হারিয়েছেন এই হাসপাতালে। তারপর এক মাস কেটে গেলেও আজও মেলেনি সার্টিফিকেট। সগুনা থেকে আগত চাঁদি খাতুন জানান ৭০ টাকা টোটো ভাড়া দিয়ে আজ ১০ দিন ঘুরছেন। ৭০০ টাকা ভাড়া বাবদ খরচ হয়ে গিয়েছে। কাজ কামাই করে এলেও আজও মেলেনি তার নাতির জন্ম সার্টিফিকেট। ওই এলাকারই বাসিন্দা সাকির আলি মণ্ডল বলেন, তিনিও গত দেড় মাসে ছয়বার এসেছেন সন্তানের জন্ম সার্টিফিকেট নিতে। ছেলে বড় হয়ে গেলেও এখনও পাননী সার্টিফিকেট।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এরকমই প্রায় ১৫ জন জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিতে আসা মানুষজন সুপার তারক বর্মনের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন শুক্রবার। সুপার ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে না চাইলেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কারা কোন সময় কাজে এসেছেন এবং কে কে আসেননি সে বিষয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ জন্য ডেকে পাঠাবেন বলেই জানিয়েছেন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী কলকাতায় কাজে থাকলেও বিষয়টি শুনেছেন এবং অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুপারের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, কোনভাবেই মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে ব্যবস্থা নেবেন।
মৈনাক দেবনাথ