TRENDING:

East Bardhaman News: শিশুদের বিদ্যালয়ের প্রতি টান বাড়াতে বড়শুল বিদ্যালয়ের রঙিন উদ্যোগ

Last Updated:

West Bengal news: পড়ুয়াদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ ও টান বাড়াতে পূর্ব বর্ধমানের বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নিয়েছে এক ব্যতিক্রমী পদক্ষেপ। বর্ধমান ২ নম্বর ব্লকের অন্তর্গত ও শক্তিগড় থানার অধীনস্থ এই সরকারি বিদ্যালয়ে শিক্ষার পরিবেশকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করে তুলতে শুরু হয়েছে যেন এক অসাধারণ প্রচেষ্টা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: শিয়ালদহের মাতৃভূমি লোকালে বিরাট পরিবর্তন! শুধু মহিলারা নন, এবার উঠতে পারবেন পুরুষরাও

বিদ্যালয়টিকে যেন এক নতুন রূপে গড়ে তোলা হচ্ছে। একটা শিল্পমণ্ডিত শিক্ষাকেন্দ্র, যেখানে শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে এমন পরিবেশ সৃষ্টি করা হয়েছে। চিত্রশিল্পীদের দক্ষ হাতে বিদ্যালয়ের প্রতিটি কোণায় উঠে আসছে রূপকথার চরিত্র, প্রাকৃতিক দৃশ্য সহ নানান শিক্ষামূলক বার্তা। এসব ছবি শুধু বিদ্যালয়কে সৌন্দর্যমণ্ডিত করছে না, সেইসঙ্গে শিশুমনে তৈরি করছে শেখার প্রতি আকর্ষণ এবং কল্পনাশক্তির বিকাশের সুযোগ।

advertisement

এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক অনুপম সাধু বলেন, “ভালো ছবি মানুষের মনের বিকাশ ঘটায় এবং সেটা শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা এমন কিছু ছবি আঁকার চেষ্টা করছি, যা শিশুদের মনকে আনন্দ দেবে এবং তাদের বিদ্যালয়ের প্রতি টান বাড়াবে।” বিদ্যালয়ের এই উদ্যোগ ইতিমধ্যেই অভিভাবকদের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করছেন, এই ধরনের পরিবেশে পড়াশোনা করলে শিশুরা আরও আগ্রহী হয়ে উঠবে পড়াশোনায়।

advertisement

View More

আরও পড়ুন: আরও ঘনিষ্ঠ দিল্লি-বেজিং! ভারতীয় পণ্যের আমদানি বিপুল বাড়াতে চায় চিন, চিন্তা বাংলাদেশ-পাকিস্তানের?

অনেক অভিভাবকই বিদ্যালয়ের পরিবর্তিত চেহারা দেখে নিজেদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন। এই উদ্যোগ প্রমাণ করে, সরকারি বিদ্যালয়ও ইচ্ছা থাকলে নানা সৃজনশীল পন্থায় শিক্ষার মান উন্নত করতে পারে। বড়শুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই প্রচেষ্টা শুধু একটি বিদ্যালয় নয়, গোটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারকা দেবকে সামনে পেয়ে আবেগে ভাসল আউশগ্রাম, শেষ দিনে জমজমাট দাতা লালন মিলন মেলা
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: শিশুদের বিদ্যালয়ের প্রতি টান বাড়াতে বড়শুল বিদ্যালয়ের রঙিন উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল