আরও পড়ুন: দাদু সবজি বিক্রেতা, ১০ বছরেই নাসা-র সিটিজেন সায়েন্টিস্ট শৈশবে পিতৃহীন এই বালক
বায়ো টেকনোলজি ছাত্র চন্দননগরের সুভাষপল্লী বাসিন্দা নিশান রঞ্জন ঘোষ। পেশাগতভাবে তিনি বিজ্ঞানের ছাত্র হলেও নেশায় তিনি একজন শিল্পী। হাতের সামনে যা কিছু পান তিনি তাই দিয়ে শুরু করে দেন ছবি আঁকতে। জন্মদিন উপলক্ষে চন্দননগর স্ট্র্যান্ড ঘাটের জোড়া ঘাটে নিশান শুরু করেন নেতাজির অবয়ব চিত্র অঙ্কন করার। একা হাতে নয় ঘন্টার প্রচেষ্টায় নিশান তৈরি করেন নেতাজির ৪০ ফুটের পোট্রেট। একটির পাশে আর একটি পাথর বসিয়ে তৈরি হয় সেই ছবি।
advertisement
আরও পড়ুন: গোটা গ্রাম আবাস বিহীন ! শীতের দিনে চরম কষ্টে গ্রামের মানুষরা
এই বিষয়ে নিশান জানায়, ছোট থেকেই তার শিল্পের প্রতি বিশেষ ঝোক। পড়াশোনায় তিনি একজন বিজ্ঞানের ছাত্র হলেও ছোট থেকেই ছবি আঁকার প্রতি তার অগাধ আগ্রহ। তার আগামীতে ইচ্ছা রয়েছে জিনিস বুকের মতন ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে। সেই কারণেই তার এই ধরনের প্রয়াস। নিশানের দাবি এর আগে কখনো কোন শিল্পী স্টোন চিপ দিয়ে এত বড় পোট্রেট ছবি আঁকেন নি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নিশান পুরো কাজ টাই একার হাতে করেছে। নিশান আশাবাদী তার এই কর্ম কান্ডের জন্য অদূর ভবিষ্যতেই সে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নজির সৃষ্টি করবে।
রাহী হালদার