TRENDING:

Bangla Video: আন্তর্জাতিক জলপথে বড় জাহাজ চলাচলেই ভাঙছে নদী বাঁধ! দাবি সুন্দরবনের

Last Updated:

Bangla Video: আন্তর্জাতিক নদী পথ বেছে নেওয়ার কারণে সুন্দরবনে নদী বাঁধে ধস হাতেও ভাতে মারা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের দাবি দক্ষিণ 24 পরগনা জেলার উপাধ্যক্ষের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আন্তর্জাতিক নদী পথ বেছে নেওয়ার কারণে সুন্দরবনে নদী বাঁধে ধস। হাতেও ভাতে মারা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের এই দাবি দক্ষিণ 24 পরগনা জেলার উপাধ্যক্ষের। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন নদী মাতৃক এলাকা নদীর ধারে সাধারণ মানুষের ঘর ও কৃষি জমি যা নিয়ে তাদের জীবিকা উপার্জন উপনির্ভর করে সুন্দরবনবাসী।
advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলার উপাধক্ষ্য বলেন সেই সুন্দরবনবাসীর কপালে দিনের পর দিন নেমে আসে সমস্যা এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তিনি আরও দাবি করেন সুন্দরবনের নদীগুলি আন্তর্জাতিক নদী পথ হিসেবে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরফলে সুন্দরবনের বুকে বড় বড় সিএসসি জাহাজ চলাচল করছে। যার কম্পনে নদী বাঁধ গুলি একের পর এক ধস নামছে ।

advertisement

আরও পড়ুন: বাসন্তি হাইওয়ে বাঁক ঘুরতে গিয়ে চরম পরিণতি, পথেই শেষ তরতাজা প্রাণ

কেন্দ্রীয় সরকার যদি মনে করতো জাতীয় সড়ক বেছে নিয়ে আন্তর্জাতিক সড়ক হিসেবে মান্যতা দিতে পারতো। কিন্তু তা না করে নদীগুলি বেছে নেওয়ার ফলে এমনই ঘটনা ঘটছে। আগে ১০০ দিনের কাজ বন্ধ আবার নদীর ধারে মানুষগুলি হাতেও পাতে মারা চক্রান্ত। তেমনই আজ গোসাবা ব্লকের রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় গ্রামে নদী বাঁধে ধস। বাঁধ মেরামতি কাজে শুরু করলেন গ্রামবাসী ও প্রশাসনের লোকজন। হঠাৎই নদী বাঁধ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মন্ডলের উদ্যোগে জেসিবি দিয়ে নদীর বাঁধ মেরামতির কাজ চলছে।

advertisement

View More

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: আন্তর্জাতিক জলপথে বড় জাহাজ চলাচলেই ভাঙছে নদী বাঁধ! দাবি সুন্দরবনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল