এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলে তাপমাত্রা খুব একটা কমছে না। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। ভোরবেলা ও রাতের দিকে ঠান্ডা অনুভূতি হলেও পাকাপাকিভাবে শীত আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কুয়াশার দাপট থাকবে দক্ষিণের জেলাগুলিতে। যদিও ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই আপাতত।
advertisement
অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত পড়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে তাপমাত্রায় পারদ অনেকখানি কমেছে আর তাতেই শীত উপভোগ করছে উত্তরের জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। সঙ্গে বাড়বে ঘন কুয়াশার দাপট। রয়েছে সতর্কতা। কোথাও, কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিলেও বাংলায় তার কোনও প্রভাব পড়বে না। ফলস্বরূপ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। নভেম্বরের শেষের দিকে উত্তর পশ্চিমী হওয়ার দাপট বাড়তে শুরু করবে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রার পারদ। বাড়বে শীতের আমেজ।






