TRENDING:

Coal scam case: এসএসকেএম-এর সুপারের কাছে কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর শারীরিক অবস্থার রিপোর্ট চাইল আদালত

Last Updated:

বিকাশ মিশ্রকে সশরীরে আদলতে হাজিরার নির্দেশ দিল আসানসোল সিবিআই স্পেশাল কোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কয়লাপাচার কাণ্ডে (Coal scam case) ধৃত বিকাশ মিশ্রর ( TMC leader Vinay Mishra’s brother viksah mishra) শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট চাইল আসানসোল আদালত। এসএসকেএম হাসপাতালের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সিবিআই ও আদালত সূত্রে খবর, এসএসকেএম সুপারের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট ৭  ফেব্রুয়ারি আসানসোল আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিকাশ মিশ্রর (TMC leader Vinay Mishra’s brother viksah mishra) আদতে কী হয়েছে? তাঁর কী কী শারীরিক সমস্যা রয়েছে ? কী এমন শারীরিক অসুস্থতা, যার কারণে তাঁকে এতদিন হাসপাতালে রাখা হয়েছে... বিস্তারিত জানতে চায় আদালত। বিকাশের জামিনের আবেদন খারিজ করে তাঁকে সশরীরে আদালতে হাজির করতে নির্দেশ দিল আসানসোল সিবিআই(CBI) আদালত।
advertisement

আরও পড়ুন: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ

সিবিআই সূত্রে খবর, শনিবার বিচারক বিকাশ মিশ্রর ( TMC leader Vinay Mishra’s brother viksah mishra) জামিনের আবেদনের আর্জি খারিজ করেছে। সিবিআই-কে নির্দেশ দিয়েছে  ৭ ফেব্রুয়ারি তাকে সশরীরে আদালতে হাজির করানোর। কয়লা কাণ্ডে (Coal scam case) বিকাশ মিশ্রকে গত  বছর ৯ ডিসেম্বর গ্রেফতার করে সিবিআই। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন বিকাশ মিশ্রকে গ্রেফতার করে সিবিআইয়ের আধিকারিকরা । সিবিআই সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর সিবিআই  টিম যায়  ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। সেদিন বিকেলেই  তাকে গ্রেফতার করে সিবিআই। কিন্তু গ্রেফাতর হওয়ার পরও দীর্ঘদিন ধরে  এসএসকেএম-এ ভর্তি রয়েছেন বিকাশ মিশ্র। তাই এবার, আসানসোল সিবিআই স্পেশাল কোর্টের কড়া নির্দেশ, ঠিক কোন অসুস্থতার জন্য এত মাস হাসপাতালে ভর্তি রয়েছেন বিকাশ মিশ্র, তা বিস্তারিত জানাতে হবে। বিকাশ মিশ্রর শারীরিক পরিস্থিতির রিপোর্ট যাওয়া হয় হাসপাতালের সুপারের থেকে।

advertisement

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে মঞ্চে 'তিনি', 'প্রতিবাদে' যা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক...

কয়লাকাণ্ডে গত বছর ৮ ডিসেম্বর বিকাশ মিশ্রর অন্তর্বতীকালীন জামিন খারিজ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আসানসোল সিবিআই স্পেশাল কোর্ট । সেই রাতেই সিবিআই হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। রাতে সিবিআই-এর টিম পৌঁছায়  হাসপাতালে। বেশ কিছু টালবাহানার পর অবশেষে ৯ ডিসেম্বর বিকেলে সিবিআই গ্রেফতার করে বিকাশ মিশ্রকে। বিকাশের বিরুদ্ধে অভিযোগ, কোটি কোটি টাকা সে অনুপ মাঝি ওরফে লালার থেকে নিয়ে একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছে দিয়েছিল। আদালত  সূত্রে খবর, অন্তর্বতীকালীন জামিনে থাকাকালীন  আদালতে  হাজিরা দেওয়ার কথা থাকলেও, বিকাশ মিশ্র মেডিক্যাল গ্রাউন্ড দেখিয়ে কোনওবারই হাজির হননি বিকাশ । সেই কারণে  গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল  আদালত।  বিকাশ মিশ্রর অন্তর্বতীকালীন  জামিন বাতিলের জন্য  সিবিআইয়ের পক্ষ থেকে আবেদন করা হয় এপ্রিল মাসে । গত বছর মার্চ মাস নাগাদ বিকাশ মিশ্র অন্তরবর্তীকালীন জামিন পান। তার আইনজীবীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, বিকাশ মিশ্রর  লিভারের অসুখ রয়েছে। তিনি অসুস্থ, সেই কারণে তার অন্তর্বতী জামিনের  আবেদন করা হয়।

advertisement

এর পরই আদালত তাকে অন্তরবর্তী জামিনের নির্দেশ দেয়। কিন্তু আদালতে হাজিরা দেওয়া ও সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করার কথা থাকলেও, মেডিক্যাল গ্রাউন্ডের দোহাই দিয়ে আদালতে হাজিরা বারবার এড়িয়েছেন বলে আদালত সূত্রে খবর। এরপরই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। বিকাশ মিশ্রকে এর আগে দিল্লী  থেকে ইডি গ্রেফতার করে। এরপর তিহার জেল থেকে সিবিআই নিজেদের কাস্টডিতে নিয়ে নেয় তাকে। কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হন। এর পর  বিকাশের আইনজীবী আসানসোল আদালতে জামিনের আবেদন করেন। তারপরেই আদালতের নির্দেশে অন্তরবর্তী জামিন পান বিকাশ মিশ্র। কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির পরই বিকাশের আর কোনও রক্ষাকবচ রইল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

Arpita Hazra

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coal scam case: এসএসকেএম-এর সুপারের কাছে কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্রর শারীরিক অবস্থার রিপোর্ট চাইল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল