Train Cancellation From Howrah: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ

Last Updated:

আগামী ৩১ জানুয়ারি, সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে মোট ৩২টি ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে (Train Cancellation)।

বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন৷
বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন৷
আগামী ৩১ জানুয়ারি, সোমবার থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে মোট ৩২টি ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। এর মধ্যে রয়েছে হাওড়া (Train Cancellation From Howrah)এবং শালিমার (Shalimar) থেকে ছেড়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনও৷
শনিবার রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাতিল হওয়া ট্রেনের তালিকায় আছে, শালিমার-পুরী এবং পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, হাওড়া-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, খড়গপুর-জাজপুর কেওনঝড় রোড এবং জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর মেমু এক্সপ্রেস, হাওড়া-জলেশ্বর এবং জলেশ্বর-হাওড়া মেমু স্পেশালের মতো বেশ কয়েকটি জনপ্রিয় ট্রেন।
advertisement
advertisement
  • রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার এবং পুরীর মধ্যে চলাচলকারী আপ এবং ডাউন ধৌলি এক্সপ্রেস৷
  • একই ভাবে ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে হাওড়া এবং ভুবনেশ্বরের মধ্যে যাতায়াতকারী আপ এবং ডাউন জনশতাব্দী এক্সপ্রেস৷
  • ১, ২ এবং ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস৷ আবার, ৩১ জানুয়ারি, ১ ও ৩ সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস বাতিল থাকবে৷
  • ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার থেকে হায়দ্রাবাদগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস৷ ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি উল্টোপথে ট্রেনটি বাতিল থাকবে৷
  • শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ বিশাখাপত্তনম থেকে শালিমারগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷
  • ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না হাওড়া ভঞ্জপুর ইন্টারসিটি এক্সপ্রেস৷ ফিরতি পথে ১ থেকে ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি৷
  • শালিমার- পুরী এক্সপ্রেস ৩১ জানুয়ারি, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ পুরী থেকে শালিমারগামী ট্রেনটি ফিরতি পথে ১ এবং ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷
  • হাওড়া থেকে যশবন্তপুরগামী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ১ এবং ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ যশবন্তপুর থেকে ফিরতি পথে ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকবে৷
  • বিশাখাপত্তনম- দিঘা এক্সপ্রেস ৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷ দিঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷
  • পুরুলিয়া ভিল্লুপুরম দ্বিসাপ্তাহিক ট্রেনটি ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ ভিল্লুপুরম থেকে পুরুলিয়াগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷
  • শালিমার ভঞ্জপুর স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, ফিরতি পথে ৫ ফেব্রুয়ারি ট্রেনটি বাতিল করা হয়েছে৷
  • ভঞ্জপুর- পুরী সাপ্তাহাকি স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, পুরী থেকে ফিরতি পথে ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ট্রেনটি৷
advertisement
Shankar Rai
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Cancellation From Howrah: হাওড়া, শালিমার থেকে বাতিল ধৌলি, ফলকনুমার মতো একগুচ্ছ ট্রেন! জেনে নিন তারিখ
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement