TRENDING:

কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনা! কর্মরত অবস্থায় মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও ৪

Last Updated:

ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির তিন নম্বর খাদানে দুর্ঘটনাটি ঘটেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্ডাল, দীপিকা সরকারঃ অন্ডাল থানার ইসিএলের (ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড) কয়লা খনিগর্ভে ভয়াবহ দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু। খনির গর্ভে জলের স্রোতে ভেসে গিয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতের নাম বিবেক মাজি (২২), তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। ঘটনায় আরও চারজন কর্মরত শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে ইসিএলের হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ইসিএলের বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির তিন নম্বর খাদানে দুর্ঘটনাটি ঘটেছে।
খনিগর্ভে শ্রমিকের মৃত্যু
খনিগর্ভে শ্রমিকের মৃত্যু
advertisement

শ্রমিক সূত্রে জানা গিয়েছে, এদিন খনিগর্ভে মেশিন দিয়ে কয়লা কাটতে গিয়েই বিপত্তি ঘটে। কয়লা কাটার সময় খনির একটি  বিপজ্জনক পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। ফলে ওই খনিগর্ভে প্রচুর পরিমাণে জল ঢুকতে শুরু করে। জলের স্রোতে ভেসে যান বিবেক মাজি।

আরও পড়ুনঃ বাংলায় কথা বললেই…! ভিনরাজ্যে হেনস্থা, থাকতে পারছে না ছেলে, আশঙ্কায় দিন কাটাচ্ছে বাঙালি পরিবার

advertisement

খনির ভিতরে আটকে পড়েছিলেন আরও চারজন শ্রমিক, তাঁদের উদ্ধার করা হয়। পাশাপাশি বিবেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ইসিএলের এক কর্মী জানান, মঙ্গলবার রাতে পাঁচ জন কর্মী খনিগর্ভে কাজ করতে নেমেছিলেন। খনিগর্ভের প্রায় ছ’শো ফুট গভীরে নেমেছিলেন তাঁরা। সেখানে কয়লা তোলার সময় দুর্ঘটনার কবলে পড়েন। কোলিয়ারির সিটি নেতা মনোজ মুখোপাধ্যায় জানান, খনিতে মঙ্গলবার রাতের শিফটে ২৪ জন কর্মী কাজে যোগ দেন। সেখানে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে কয়লা তোলার কাজ চলছে। অতিরিক্ত জল চলে আসায় দুর্ঘটনা ঘটে। শ্যামসুন্দরপুর কোলিয়ারির পার্সোনেল ম্যানেজার পল্লব খাসতোগির বলেন, সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কয়লা খনিতে মর্মান্তিক দুর্ঘটনা! কর্মরত অবস্থায় মৃত্যু শ্রমিকের, অসুস্থ আরও ৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল