কারণ চলন্ত মালগাড়ি থেকে আচমকাই বিচ্ছিন্ন হয়ে গেল গোটা দশেক বগি৷ ছিন্ন হয়ে যাওয়া বগিগুলিকে ফেলেই বাকি বগিগুলিকে নিয়ে প্রায় দু' কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন৷ পরে বিপত্তি বুঝতে পেরে ট্রেন থামান মালগাড়ির চালক৷
আরও পড়ুন: দিল্লি থেকে আজ রওনা হল শ্রী রামায়ণ যাত্রা স্পেশাল ট্রেন! ভাড়া ১.২৫ লক্ষ টাকা!
advertisement
বুধবার সকালে এই দৃশ্যেরই সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipore) তমলুকের ধারিন্দা রেল ক্রসিং৷ জানা গিয়েছে, হলদিয়া থেকে পাশকুড়ার দিকে যাচ্ছিল মালগাড়িটি৷ সেই সময়ই ধারিন্দা রেল ক্রসিং পেরনোর সময় কাপলিং ভেঙে দশটি বগি আলাদা হয়ে যায়৷ তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি৷
প্রায় দশটি বগি যে বিচ্ছিন্ন হয়েছে, মালগাড়ির চালকও প্রথমে তা বুঝতে পারেননি৷ শেষ পর্যন্ত প্রায় দু' কিলোমিটার দূরে শহিদ মাতঙ্গিনী স্টেশনের কাছে মালগাড়ি থামান চালক৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল কর্মীরা৷ ফের ইঞ্জিন সমেত মালগাড়িকে পিছিয়ে এনে পড়ে থাকা বগিগুলিকে জোড়া হয়৷ তার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মালগাড়িটি৷
আরও পড়ুন: ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন
এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে ধারিন্দা রেল গেট৷ ফলে নিমতৌড়ি- তমলুক রাজ্য সড়কে ব্যাপক যানজট তৈরি হয়৷ এই ঘটনা দেখে আতঙ্কিত সাধারণ মানুষও৷
সুকুমার জানা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, 'চোখের সামনে দেখলাম বগিগুলি আলাদা হয়ে গেল৷ এই যদি রেলের নিরাপত্তার অবস্থা হয়, তাহলে এত পদস্থ আধিকারিক, ইঞ্জিনিয়ার রেখে লাভ কী? এর থেকেই পরিষ্কার রেলের উদাসীনতায় গোটা দেশে কত দুর্ঘটনা ঘটে৷' তবে এই ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷
