Indian Railways : ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন

Last Updated:

Indian Railways : একটি রিপোর্ট অনুযায়ী, রেলের তরফে করা একটি সমীক্ষায় সামনে এসেছে যে বেশ কিছু রুটে দরকারের বেশি ট্রেন চলছে ৷

#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ৷ কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এর জেরে এবার ভারতীয় রেল ট্রেন পরিচালনা পুরোপুরি ভাবে শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে ৷ রেলওয়ে এবার ট্রেনের টাইম টেবল (Train Time Table) ও রুটের সমীক্ষা করছে ৷ এই সমীক্ষার পর রেলওয়ে বেশ কিছু ট্রেন বন্ধ ও বেশ কিছু ট্রেনের রুট বদলানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷
মুরাদাবাদে রেল ডিভিশন তিনটি ট্রেন পরিচালনা অঘোষিত ভাবে বন্ধ রেখেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কোভিড ১৯ এর ব্যাপক প্রভাব পড়েছে রেলের উপরে ৷ এক সময়ে করোনার জেরে বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা শুরু করা হয়নি ৷
advertisement
advertisement
এই জন্য হতে চলেছে বদল-
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, রেলের তরফে করা একটি সমীক্ষায় সামনে এসেছে যে বেশ কিছু রুটে দরকারের বেশি ট্রেন চলছে ৷ আর কিছু রুটে যাত্রী সংখ্যা বিপুল থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা অনেকটা কম ৷ অন্যদিকে বেশ কিছু রুটে যেখানে কোভিডের কারনে অনেক বেশি ট্রেন চালানো হয়েছিল যা এখন আর দরকার নেই ৷ সেই জন্য এখন যে ট্রেনগুলির দরকার নেই সেগুলি বন্ধ করতে চলেছে রেল ৷
advertisement
যা যা বদল করা হবে -
যে রুটে ট্রেনের সংখ্যা অধিক ও যাত্রী কম রয়েছে সেখানে ট্রেন সংখ্যা কম করা হতে পারে ৷ এবং সেই সমস্ত রুটে ট্রেন বাড়ানো হবে যেখানে যাত্রী সংখ্যা ট্রেনের তুলনায় বেশি রয়েছে ৷ বেশ কিছু ট্রেন এক ঘণ্টার গ্যাপে একই স্থান থেকে দ্বিতীয় জায়গায় যায় ৷ অমৃতসর-হাওড়া (AMRITSAR – HOWRAH Train Route) এর মধ্যে এক ঘণ্টার গ্যাপে পঞ্জাব মেল (Punjab Mail) ও ডুপ্লিকেট পঞ্জাব মেল চলে ৷ একটি ট্রেনের দরকার নেই বলে মনে করছে রেল ৷ এর জেরে রেলওয়ে টাইম টেবলে তাদের ফোকাস শুরু করে দিয়েছে ৷ গত বছর নভেম্বরে জারি টাইম টেবলে মোরাদাবাদ রেল ডিভিশনে চলা ডুপ্লিকেট পঞ্জাব মেল, রামনগর-হরিদ্বার এক্সপ্রেস ও শিয়ালদহ-দিল্লি এক্সপ্রেস (Sealdah-Delhi Express) নাম সরিয়ে দেওয়া হয়েছে ৷ যে রুটে ট্রেনের সংখ্যা কম রয়েছে সেখানে ট্রেন সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways : ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement