Indian Railways : ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Indian Railways : একটি রিপোর্ট অনুযায়ী, রেলের তরফে করা একটি সমীক্ষায় সামনে এসেছে যে বেশ কিছু রুটে দরকারের বেশি ট্রেন চলছে ৷
#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক ৷ কমতে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এর জেরে এবার ভারতীয় রেল ট্রেন পরিচালনা পুরোপুরি ভাবে শুরু করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নিয়েছে ৷ রেলওয়ে এবার ট্রেনের টাইম টেবল (Train Time Table) ও রুটের সমীক্ষা করছে ৷ এই সমীক্ষার পর রেলওয়ে বেশ কিছু ট্রেন বন্ধ ও বেশ কিছু ট্রেনের রুট বদলানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ৷
মুরাদাবাদে রেল ডিভিশন তিনটি ট্রেন পরিচালনা অঘোষিত ভাবে বন্ধ রেখেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, কোভিড ১৯ এর ব্যাপক প্রভাব পড়েছে রেলের উপরে ৷ এক সময়ে করোনার জেরে বেশিরভাগ ট্রেন বাতিল করা হয়েছিল ৷ এখনও পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা শুরু করা হয়নি ৷
advertisement
advertisement
এই জন্য হতে চলেছে বদল-
মানিকন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, রেলের তরফে করা একটি সমীক্ষায় সামনে এসেছে যে বেশ কিছু রুটে দরকারের বেশি ট্রেন চলছে ৷ আর কিছু রুটে যাত্রী সংখ্যা বিপুল থাকা সত্ত্বেও ট্রেনের সংখ্যা অনেকটা কম ৷ অন্যদিকে বেশ কিছু রুটে যেখানে কোভিডের কারনে অনেক বেশি ট্রেন চালানো হয়েছিল যা এখন আর দরকার নেই ৷ সেই জন্য এখন যে ট্রেনগুলির দরকার নেই সেগুলি বন্ধ করতে চলেছে রেল ৷
advertisement
যা যা বদল করা হবে -
যে রুটে ট্রেনের সংখ্যা অধিক ও যাত্রী কম রয়েছে সেখানে ট্রেন সংখ্যা কম করা হতে পারে ৷ এবং সেই সমস্ত রুটে ট্রেন বাড়ানো হবে যেখানে যাত্রী সংখ্যা ট্রেনের তুলনায় বেশি রয়েছে ৷ বেশ কিছু ট্রেন এক ঘণ্টার গ্যাপে একই স্থান থেকে দ্বিতীয় জায়গায় যায় ৷ অমৃতসর-হাওড়া (AMRITSAR – HOWRAH Train Route) এর মধ্যে এক ঘণ্টার গ্যাপে পঞ্জাব মেল (Punjab Mail) ও ডুপ্লিকেট পঞ্জাব মেল চলে ৷ একটি ট্রেনের দরকার নেই বলে মনে করছে রেল ৷ এর জেরে রেলওয়ে টাইম টেবলে তাদের ফোকাস শুরু করে দিয়েছে ৷ গত বছর নভেম্বরে জারি টাইম টেবলে মোরাদাবাদ রেল ডিভিশনে চলা ডুপ্লিকেট পঞ্জাব মেল, রামনগর-হরিদ্বার এক্সপ্রেস ও শিয়ালদহ-দিল্লি এক্সপ্রেস (Sealdah-Delhi Express) নাম সরিয়ে দেওয়া হয়েছে ৷ যে রুটে ট্রেনের সংখ্যা কম রয়েছে সেখানে ট্রেন সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 1:38 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways : ট্রেনের টাইম টেবলে বড়সড় বদল, বন্ধ হতে চলেছে একাধিক ট্রেন