Petrol Diesel Prices Today: একাধিক শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Petrol Diesel Prices Today: যে শহরগুলিতে বদলাল তেলের দাম-
মঙ্গলবার সরকারি তেল সংস্থার তরফে দিল্লি-মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ তবে লখনউ, পটনার মতো একাধিক রাজ্যের রাজধানীতে দাম বদলাল জ্বালানির ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম লাগাতার বাড়তে থাকা সত্ত্বেও সরকারি তেল সংস্থার চাপে মহানগরগুলিতে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷ তিন মাসের বেশি সময় ধরে দিল্লিতে স্থির রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম ৷
advertisement
advertisement
advertisement