Shri Ramayana Yatra special train: দিল্লি থেকে আজ রওনা হল শ্রী রামায়ণ যাত্রা স্পেশাল ট্রেন! ভাড়া ১.২৫ লক্ষ টাকা!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Shri Ramayana Express tour package: শ্রী রামায়ণ এক্সপ্রেস ট্যুর প্যাকেজে নিরামিষ খাবার, বাসে পর্যটকদের দর্শনীয় স্থান ভ্রমণ এবং এসি হোটেলে থাকার ব্যবস্থাও অন্তর্ভুক্ত।
#নয়াদিল্লি: দিল্লি থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর শ্রী রামায়ণ যাত্রা স্পেশাল ট্রেন (Shri Ramayana Yatra special train) আজ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি রওনা হচ্ছে। ৯ ফেব্রুয়ারি দিল্লি থেকে ছাড়ার কথা ছিল ট্রেনটির কিন্তু কোভিড ১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে যাত্রার দিন পিছিয়ে ২২ ফেব্রুয়ারি করা হয়। ধর্মীয় পর্যটনের প্রচারের জন্য IRCTC (Indian Railway Catering and Tourism Corporation)-এর শ্রী রামায়ণ যাত্রা ট্যুরের (Shri Ramayana Yatra Tours) সিরিজের অংশ এই ট্রেন। ২০২১ সালের নভেম্বরে, ট্রেনটি দিল্লির সফদারজং রেল স্টেশন থেকে শুরু করে উত্তরপ্রদেশের অযোধ্যা এবং বারাণসী হয়ে তামিলনাড়ুর রামেশ্বরম পর্যন্ত প্রথম যাত্রা সম্পূর্ণ করে।
১৯ রাত/২০ দিনের সফরে (Shri Ramayana Express tour package) অযোধ্যা, সীতামধি, জনকপুর, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, শৃঙ্গভারপুর, নাসিক, বক্সার, কাঞ্চিপুরম এবং ভদ্রাচলম দিয়ে ট্রেনটি যাবে। ট্রেনটির 2AC এবং 1AC এই দু’টি ভাগে ১৩২ জন যাত্রী সফর করতে পারবেন। আইআরসিটিসি এই ট্রেনে যাতায়াতের দিন, ভাড়া এবং স্থানের সংখ্যা বাড়িয়েছে। আগে শ্রী রামায়ণ ট্রেনের যাত্রার মেয়াদ ছিল ১৭ দিনের, এখন তা বেড়ে ২০ দিন। এতে রামের সঙ্গে যুক্ত তিনটি নতুন ধর্মীয় স্থান- বিহারের বক্সার, তামিলনাড়ুর কাঞ্চিপুরম এবং তেলেঙ্গানার ভদ্রাচলমও যুক্ত হয়েছে।
advertisement
advertisement
এখন প্রথম এসির ভাড়া ১.২৫ লক্ষ টাকা, যা আগে ছিল ১.০২ লক্ষ টাকা। দ্বিতীয় এসির ভাড়া বেড়ে হয়েছে ৯৮,০০০ টাকা, যা আগে ছিল ৮২,০০০ টাকা। যাত্রাপথের মোট দৈর্ঘ্য ৭,৫০০ কিলোমিটার।
এই ট্রেনটিতে (Sri Ramayana Yatra train) দু’টি রেল ডাইনিং রেস্তোরাঁ, একটি আধুনিক রান্নাঘর, যাত্রীদের জন্য ফুট ম্যাসাজার, একটি লাইব্রেরি, পরিষ্কার টয়লেট থাকছে। শ্রী রামায়ণ এক্সপ্রেস ট্যুর প্যাকেজে নিরামিষ খাবার, বাসে পর্যটকদের দর্শনীয় স্থান ভ্রমণ এবং এসি হোটেলে থাকার ব্যবস্থাও অন্তর্ভুক্ত।
advertisement
শ্রী গঙ্গানগর থেকে শ্রী রামায়ণ যাত্রা এক্সপ্রেস সম্পর্কে জরুরি তথ্য:
দিন: ১৯ রাত / ২০ দিনের শ্রী রামায়ণ যাত্রা এক্সপ্রেস আজ ২২ ফেব্রুয়ারি দিল্লি থেকে ছাড়বে৷
গন্তব্য: অযোধ্যা, সীতামধি, জনকপুর, বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট, নাসিক, হাম্পি, কাঞ্চিপুরম এবং রামেশ্বরম।
advertisement
ট্যুর খরচ: প্রথম এসির জন্য ১.২৫ লক্ষ টাকা এবং দ্বিতীয় এসির জন্য ৯৮,০০০ টাকা
বুকিং: ভারত দর্শন স্পেশাল ট্যুরিস্ট ট্রেনের বুকিং আইআরসিটিসি ওয়েবসাইটে অনলাইনেই করতে পারবেন। IRCTC ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার, জোনাল অফিস এবং আঞ্চলিক অফিসের মাধ্যমেও বুকিং করা যেতে পারে।
কীভাবে আইআরসিটিসি-তে টিকিট বুক করবেন দেখে নিন:
১: irctc.co.in-এ যান
২: হোমপেজে লগ ইন অপশনে ক্লিক করুন
advertisement
৩: লগ ইন করার পরে, ‘বুক ইওর টিকিট’ পেজে যান
৪: কোত্থেকে চাপবেন এবং কোথায় যাবেন অর্থাৎ বোর্ডিং এবং ডেস্টিনেশন স্টেশন লিখুন
৫: সফরের তারিখ এবং আপনি যে ক্লাসে যেতে চান তা নির্বাচন করুন
৬: পছন্দের ট্রেনে সিট পাওয়া যাচ্ছে কিনা তা দেখে নিন
৭: আসন উপলব্ধ থাকলে, ‘বুক নাউ’ অপশনে ক্লিক করুন
advertisement
৮: টিকিট বুক করার জন্য প্রয়োজনীয় তথ্য লিখুন
৯: মোবাইল নম্বর এবং সঠিক ক্যাপচা লিখুন
১০: ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা UPI ব্যবহার করে অনলাইনে টিকিট কাটুন
১১: আপনার ফোনে টিকিট বুকিং সংক্রান্ত একটি মেসেজ বা মেইল পাবেন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 1:39 PM IST