Lalu Prasad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড লালুপ্রসাদ যাদবের, ৬০ লক্ষ টাকার জরিমানাও
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Lalu Prasad Yadav: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে। সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। এর পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে।
#পটনা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবকে (RJD Supremo Lalu Prasad Yadav)। সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা দিয়েছে। এর পাশাপাশি ৬০ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে লালুকে। ৭৩ বছরের বর্ষীয়ান নেতার আইনজীবী জানিয়েছেন, এই রায়কে চ্য়ালেঞ্জ জানিয়ে আদালতে যাবেন তাঁরা।
এই প্রথম নয়, এর আগেও চার বার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করা হয়েছে তাঁকে। পঞ্চম, ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত মামলায় (Doranda treasury embezzlement case) আরজেডি সুপ্রিমো লালু যাদবকে ১৩৯.৩৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় (Lalu Yadav was found guilty in the Rs 139.5 crore)। ১৯৯৫-৯৬ সালে বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন লালুর বিরুদ্ধে ডোরান্ডা ট্রেজারি থেকে তহবিল তছরুপের এই অভিযোগ ওঠে।
advertisement
advertisement
লালু প্রসাদ যাদবের ছেল তেজস্বী যাদব বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন, তাই তাঁকে কারাদণ্ড দেওয়া হচ্ছে। আমরা এতে ভয় পাব না৷ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। উচ্চ আদালতে এটিকে চ্যালেঞ্জ করেছি।" তিনি আরও বলেন, "পশুখাদ্য কেলেঙ্কারি ছাড়া দেশে কোনো কেলেঙ্কারি হয়নি বলে মনে হয়! বিহারে প্রায় ৮০টি কেলেঙ্কারি হয়েছে৷ সিবিআই বিজয় মাল্য (Vijay Mallya), নীরব মোদি (Nirav Modi), মেহুল চকসির বিষয়গুলি (Mehul Choksi) ভুলে গেছে৷"
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 21, 2022 4:47 PM IST