TRENDING:

Mamata Banerjee in Habra: নজরে আজ হাবড়া, কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Last Updated:

আজ বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রী হাবড়া পৌঁছবেন। তারপর সেখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: সন্দেশখালি কাণ্ডের পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিগেডের জনগর্জন সভার পর আজ, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরে আজ হাবড়া, কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
নজরে আজ হাবড়া, কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
advertisement

সম্প্রতি গত ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালি নিয়ে বারাসতের মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই রাজনৈতিকভাবে এবার মুখ্যমন্ত্রীর উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার রয়েছেন। তাঁর অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে রণকৌশল ঠিক করবে, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন– পথকুকুরদের ছুটন্ত বাইক কিংবা স্কুটির পিছনে ধাওয়া করতে দেখেছেন নিশ্চয়ই? কিন্তু এর কারণ কী? যা বলছে বিজ্ঞান

ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় মুখ্যমন্ত্রীর যাওয়ার প্রস্তুতি নিয়েও নেওয়া হয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন বলে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। শুধু তাই নয়, একাধিক দফতরের প্রকল্প ও শিলান্যাস তিনি করবেন বলেও একাধিক দফতরের সচিবকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।নবান্ন সূত্রে খবর, সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জেলা জুড়ে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন- পার হয়েছে ১০ বছর, আজও রহস্য হয়ে রয়েছে এমএইচ৩৭০ বিমানের অন্তর্ধান; এখনও কি সন্ধান পাওয়ার আশা রয়েছে? যা বলছেন বিশেষজ্ঞরা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে রাজনৈতিক ভাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাবড়া সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মতুয়া ভোটের নিরিখে এবারের সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগে সোমবারই দেশজুড়ে সিএএ কার্যকর হয়েছে। তা ইতিমধ্যেই, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যা বারবার দাবি করেছে বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতারা। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরী হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যে সিএএ তিনি কার্যকর হতে দেবেন না। মনে করা হচ্ছে, এদিন হাবড়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশে যেমন বার্তা দেবেন, পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রীর হাবড়া পৌঁছনোর কথা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee in Habra: নজরে আজ হাবড়া, কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল