সম্প্রতি গত ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্দেশখালি নিয়ে বারাসতের মঞ্চ থেকে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই রাজনৈতিকভাবে এবার মুখ্যমন্ত্রীর উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় যাওয়া যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হাবড়ার বিধায়ক তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী ও প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার রয়েছেন। তাঁর অবর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কীভাবে রণকৌশল ঠিক করবে, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
advertisement
ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় মুখ্যমন্ত্রীর যাওয়ার প্রস্তুতি নিয়েও নেওয়া হয়েছে। গত সপ্তাহে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন। এই বৈঠকে বিভিন্ন জেলার জেলাশাসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা জুড়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন বলে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। শুধু তাই নয়, একাধিক দফতরের প্রকল্প ও শিলান্যাস তিনি করবেন বলেও একাধিক দফতরের সচিবকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।নবান্ন সূত্রে খবর, সব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জেলা জুড়ে ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
তবে রাজনৈতিক ভাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাবড়া সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে মতুয়া ভোটের নিরিখে এবারের সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকসভা ভোটের আগে সোমবারই দেশজুড়ে সিএএ কার্যকর হয়েছে। তা ইতিমধ্যেই, জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যা বারবার দাবি করেছে বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতারা। শুধু তাই নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও দাবি করেছিলেন লোকসভা ভোটের আগেই সিএএ কার্যকরী হবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন রাজ্যে সিএএ তিনি কার্যকর হতে দেবেন না। মনে করা হচ্ছে, এদিন হাবড়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশে যেমন বার্তা দেবেন, পাশাপাশি লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতৃত্বকেও গুরুত্বপূর্ণ বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১২ টা নাগাদ মুখ্যমন্ত্রীর হাবড়া পৌঁছনোর কথা।