সিউড়ির প্রশাসনিক সভা থেকে মমতার ঘোষণা ৬ লক্ষ ৮০ হাজার ৮৭২ জনের কাছে সরাসরি সরকারি সাহায্য পৌঁছে যাবে। এদিন মুখ্যমন্ত্রী জানান, ৭২৩ প্রকল্প ৬১১ কোটি টাকায় দেওয়া হচ্ছে।
advertisement
পাশাপাশি, এদিন তিনটি মেডিক্যাল কলেজের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘‘আজ এখান থেকে তিন মেডিক্যাল কলেজ উদ্বোধন করছি। তাম্রলিপ্ত, আরামবাগ ও বারাসতে মেডিক্যাল কলেজ করছি।’’
মেডিক্যাল কলেজের পাশাপাশি গড়ে তোলা হবে মুখ্যমন্ত্রীর ‘স্বপ্নের প্রকল্প’ বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা, ‘‘ রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে খয়রাশোলে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্নের প্রকল্প। সেটার আজ উদ্বোধন করা হল। ৩১ একর জমির ওপর এটা তৈরি করা হয়েছে। পাশ্ববর্তী জেলার ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করতে পারবে।’’
এদিন সভায় কেন্দ্রের ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বা ‘এক দেশ, এক নির্বাচন’ নীতির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা। তাঁর কথায়, ‘‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন মানে কি রাষ্ট্রপতি শাসন? আমরা লড়ে নেব। কেন্দ্রের কাছে আর হাত পাতব না। তবে চ্যালেঞ্জ করবই। আমাদের টাকা তোমরা তুলে নিয়ে যেতে পারবে না।’’