বাম আমলে তৈরি হয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই হিমঘরটি। সেটি আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ২০০২ সালে অনুমোদন পাওয়া এই কোল্ড স্টোরেজ সম্পূর্ণ হতে লেগেছিল ১৩ বছর। তার মাঝে বদলেছে পুরসভার ক্ষমতা, বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাদের আমলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় হিমঘরটির। অভিযোগ, কয়েক মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যায় সরকারি অর্থে তৈরি এই হিমঘর।
advertisement
আরও পড়ুন: বাঁধ ভেঙে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুর, হু হু করে ঢুকেছে নোনা জল
দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে হিমঘরটির চারপাশে আগাছা জন্মেছে। ফ্রিজার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সরঞ্জামে জং ধরেছে। এটি বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। বর্তমানে স্থানীয় বাস টার্মিনাসের কিছু কর্মীর রাতে থাকার আস্তানা হয়ে উঠেছে এই হিমঘরের ঘরগুলি। রীতিমত বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি টাঙানো রয়েছে ঘরগুলিতে!
হিমঘরের মধ্যে লোকের বসবাস প্রসঙ্গে স্থানীয় পুরপ্রধান জানান, সরকারের তরফ থেকে বাস টার্মিনাস করা হলেও কর্মীদের থাকার কোনও জায়গা নেই। তাই আপাতত হিমঘর চালু না থাকায় সেখানেই জায়গা করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে তৈরি সরকারি এই হিমঘর পড়ে থাকা সত্ত্বেও কেন পরিষেবা পাবেন না এলাকার কৃষক ও ব্যবসায়ীরা? যদিও এর উত্তর কারোর জানা নেই।
রুদ্রনারায়ণ রায়