TRENDING:

Closed Cold Storage: বন্ধ হিমঘরে রাত্রিবাস, বালিশ-মশারি নিয়ে পাকাপোক্ত ব্যবস্থা!

Last Updated:

Closed Cold Storage: স্থানীয় বাস টার্মিনাসের কিছু কর্মীর রাতে থাকার আস্তানা হয়ে উঠেছে এই হিমঘরের ঘরগুলি। রীতিমত বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি টাঙানো রয়েছে ঘরগুলিতে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সবজির দামে অগ্নিমূল্য। বাজারে যেতে ভয় পাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। এদিকে চাষিরাও ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সকলের সুবিধা করতে পারে হিমঘর বা কোল্ড স্টোরেজ। কিন্তু এ যেন এক অবাক ছবি। বন্ধ হয়ে পড়ে আছে হিমঘর, সেখানে চলছে রাত্রিবাস। ফলে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী সকলে।
advertisement

বাম আমলে তৈরি হয়েছিল উত্তর ২৪ পরগনার অশোকনগরের এই হিমঘরটি। সেটি আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ২০০২ সালে অনুমোদন পাওয়া এই কোল্ড স্টোরেজ সম্পূর্ণ হতে লেগেছিল ১৩ বছর। তার মাঝে বদলেছে পুরসভার ক্ষমতা, বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাদের আমলেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় হিমঘরটির। অভিযোগ, কয়েক মাস যেতে না যেতেই বন্ধ হয়ে যায় সরকারি অর্থে তৈরি এই হিমঘর।

advertisement

আর‌ও পড়ুন: বাঁধ ভেঙে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুর, হু হু করে ঢুকেছে নোনা জল

দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে হিমঘরটির চারপাশে আগাছা জন্মেছে। ফ্রিজার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল সরঞ্জামে জং ধরেছে। এটি বন্ধ থাকায় বিস্তীর্ণ এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকরা বঞ্চিত হচ্ছেন। বর্তমানে স্থানীয় বাস টার্মিনাসের কিছু কর্মীর রাতে থাকার আস্তানা হয়ে উঠেছে এই হিমঘরের ঘরগুলি। রীতিমত বিছানা থেকে শুরু করে বালিশ, মশারি টাঙানো রয়েছে ঘরগুলিতে!

advertisement

View More

হিমঘরের মধ্যে লোকের বসবাস প্রসঙ্গে স্থানীয় পুরপ্রধান জানান, সরকারের তরফ থেকে বাস টার্মিনাস করা হলেও কর্মীদের থাকার কোন‌ও জায়গা নেই। তাই আপাতত হিমঘর চালু না থাকায় সেখানেই জায়গা করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, বিপুল অর্থ ব্যয়ে তৈরি সরকারি এই হিমঘর পড়ে থাকা সত্ত্বেও কেন পরিষেবা পাবেন না এলাকার কৃষক ও ব্যবসায়ীরা? যদিও এর উত্তর কারোর জানা নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Closed Cold Storage: বন্ধ হিমঘরে রাত্রিবাস, বালিশ-মশারি নিয়ে পাকাপোক্ত ব্যবস্থা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল