Dam Broke Flood: বাঁধ ভেঙে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুর, হু হু করে ঢুকেছে নোনা জল

Last Updated:

Dam Broke Flood: নোনা জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে শতাধিক বাড়ি। কয়েকশো বিঘা জমিও নোনা জলে প্লাবিত হয়েছে। ফলে ভবিষ্যতে আর কৃষিকাজ করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে

+
বাঁধ

বাঁধ ভেঙে প্লাবিত গ্রাম

দক্ষিণ ২৪ পরগনা: বাঁধ ভেঙে প্লাবিত হল গোবর্ধনপুর। ফলে আতঙ্কিত স্থানীয়রা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবর্ধনপুর গ্রামের দক্ষিণে প্রায় ১২০০ মিটার বাঁধ ভেঙেছে। গ্রামের দক্ষিণেই রয়েছে বঙ্গোপোসাগর। ওই অংশে কোনও চর না থাকায় ঢেউগুলি সজোরে আছড়ে পড়ে বাঁধে। যার জেরে প্লাবিত হয়েছে পাথরপ্রতিমার গোবর্ধনপুর গ্রাম।
নোনা জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে শতাধিক বাড়ি। কয়েকশো বিঘা জমিও নোনা জলে প্লাবিত হয়েছে। ফলে ভবিষ্যতে আর কৃষিকাজ করা যাবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। এই নিয়ে স্থানীয় বাসিন্দা কার্তিক দাস বলেন, বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কিত সকলে। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁদের মত স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিৎ বলে জানান। জল কবে নামবে তাও বুঝতে পারছেন না গ্রামবাসীরা। পুকুরে নোনা জল ঢুকে মাছ মারা গিয়েছে। বিপদ এড়াতে প্রায় একশোটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
advertisement
পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, গোবর্ধনপুরের দক্ষিণ অংশে বহুবার বাঁধ নির্মাণ করা হয়েছে। কিন্তু ওই এলাকায় সমুদ্রের ঢেউয়ের দাপট থাকায় বার বার বাঁধ ভেঙে যাচ্ছে। ভাঙা বাঁধের কিছুটা দূরে ফের কংক্রিটের বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এখন জল নামার অপেক্ষায় রয়েছেন গ্রামবাসীরা।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dam Broke Flood: বাঁধ ভেঙে প্লাবিত পাথরপ্রতিমার গোবর্ধনপুর, হু হু করে ঢুকেছে নোনা জল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement