১৯৮২ সালে প্রতিষ্ঠিত শ্যামপুরের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি ২০১৬ সালের পর থেকে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। একটা সময় এই সিনেমা হলে ৪টি করে শো চলত। টিকিট হাউসফুল হয়ে যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং ব্যস্ততার কারণে সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শকেরা। শুধু শীতলা সিনেমা হল নয়, দর্শকের অভাবে রাজ্যের এমন বহু সিনেমা হল এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এবার সেই সিনেমা হলে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে শ্যামপুরের একদল সংস্কৃতিমনস্ক মানুষ।
advertisement
হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুরে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত , দেব শংকর হালদার অভিনীত ‘ফেরারী ফৌজ’ নাটকের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটলএই নাট্যোৎসবের। এর পর টানা ৫ দিন ধরে একের পর এক কলকাতার বিখ্যাত নাট্য শিল্পীদের অভিনয়ে মুখরিত হয়ে উঠবে শীতলা সিনেমা হল।
নাট্যোৎসবে যোগ দিতে আসা মানুষ জানান, নাটকের প্রতি ভালবাসা এবং তার উপর হলে প্রবেশ করার সুযোগ সব মিলিয়ে অন্য একটা অনুভূতি। পুরনো দিনের অভিজ্ঞতাকে আবার ফিরে পাওয়া।
রাকেশ মাইতি





