TRENDING:

Howrah News: প্রায় ৯ বছর বন্ধ! হঠাৎই লোকজনের আনাগোনা 'এই' হলে... আসল কারণটা চমকে দেবে

Last Updated:

Howrah News: একটানা কয়েক বছর বন্ধ থাকার পর সিনেমা হলে সিটে বসার সুযোগ পাচ্ছেন দর্শক। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: প্রায় ৯ বছর বন্ধ থাকার পর হঠাৎ সিনেমা হল হাউজফুল! সিনেমা নয়, থিয়েটার দেখতে মানুষ সিনেমা হলমুখী। মৃতপ্রায় শ্যামপুরের শীতলা টকিজে নতুন করে প্রাণ সঞ্চার করছে থিয়েটারে। হলে প্রবেশ করতে দীর্ঘক্ষণ মানুষকে দেখা গেল লাইনে অপেক্ষারত। থিয়েটার দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। একটানা কয়েক বছর বন্ধ থাকার পর সিনেমা হলে সিটে বসার সুযোগ পাচ্ছেন দর্শক। সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ অনেকেই। সমস্ত বয়সের মানুষকে দেখা গেল টিকিট সংগ্রহের লাইনে দাঁড়াতে।
advertisement

১৯৮২ সালে প্রতিষ্ঠিত শ্যামপুরের ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি ২০১৬ সালের পর থেকে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে বন্ধ রয়েছে। একটা সময় এই সিনেমা হলে ৪টি করে শো চলত। টিকিট হাউসফুল হয়ে যেত। কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং ব্যস্ততার কারণে সিনেমা থেকে মুখ ফিরিয়েছে দর্শকেরা। শুধু শীতলা সিনেমা হল নয়, দর্শকের অভাবে রাজ্যের এমন বহু সিনেমা হল এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এবার সেই সিনেমা হলে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছে শ্যামপুরের একদল সংস্কৃতিমনস্ক মানুষ।

advertisement

হাওড়া জেলার একেবারে শেষ তথা দক্ষিণ প্রান্তে অবস্থিত শ্যামপুরে অনুষ্ঠিত হচ্ছে নাট্যোৎসব। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টায় নৈহাটি নাট্য সমন্বয় প্রযোজিত , দেব শংকর হালদার অভিনীত ‘ফেরারী ফৌজ’ নাটকের মধ্য দিয়ে শুভ সূচনা ঘটলএই নাট্যোৎসবের। এর পর টানা ৫ দিন ধরে একের পর এক কলকাতার বিখ্যাত নাট্য শিল্পীদের অভিনয়ে মুখরিত হয়ে উঠবে শীতলা সিনেমা হল।

advertisement

View More

নাট্যোৎসবে যোগ দিতে আসা মানুষ জানান, নাটকের প্রতি ভালবাসা এবং তার উপর হলে প্রবেশ করার সুযোগ সব মিলিয়ে অন্য একটা অনুভূতি। পুরনো দিনের অভিজ্ঞতাকে আবার ফিরে পাওয়া।

সেরা ভিডিও

আরও দেখুন
ধান ছেড়ে 'এই' সবজি চাষ করে মালামাল পুরুলিয়ার চাষি! প্রতি বছর কামাচ্ছেন মোটা টাকা!
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্রায় ৯ বছর বন্ধ! হঠাৎই লোকজনের আনাগোনা 'এই' হলে... আসল কারণটা চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল