TRENDING:

West Medinipur News: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর

Last Updated:

West Medinipur News: প্রযোগিতার বাজারে গ্রামীণ এলাকায় শাস্ত্রীয় সংগীতের আসর, উপভোগ করলেন আট থেকে আশি সকলে। উদ্যোগের কারণ জানলে অবাক হবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বর্তমান দিনে প্রতিযোগিতার বাজারে কমছে ক্লাসিক্যাল চর্চার প্রবণতা। হিপ হপের যুগে সময় এবং ধৈর্য দিয়ে ক্লাসিক্যাল মিউজিক কিংবা বাঁশি বা সেতার শোনার প্রবণতা হারিয়েছে সাধারণ মানুষ। শুধু তাই নয় গ্রামীণ এলাকায় এই চর্চা নেই। স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকায় ক্লাসিক্যাল মিউজিকের চর্চা বাড়াতে এবং যুব প্রজন্মকে মোবাইলের আসক্ত থেকে দূর করতে বেশ কয়েকজন যুবক মিলে তৈরি করেছে একটি সংগঠন। গুঞ্জরণ নামক এই সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রায় দু’বছর ধরে ক্লাসিক্যাল সংগীতের চর্চা করছেন তারা।
advertisement

ভারতের এক গর্ব এবং ঐতিহ্য শাস্ত্রীয় সংগীত। যে সংগীত প্রত্যেকের মনে আনে ধৈর্য, অধ্যবসায়। কিন্তু বর্তমান দিনে প্রতিযোগিতার বাজারে ছোট ছোট ছেলেমেয়েরা আর শেখেনা শাস্ত্রীয় সংগীত। শুধু তাই নয় মোবাইলে নেশায় আসক্ত হয়ে পড়ছে কচিকাঁচা থেকে বয়স্করা। তাই তাদের সংস্কৃতিমনস্ক করে তুলতে অভিনব ভাবনা গুঞ্জরণের। প্রতিমাসে একটি করে শাস্ত্রীয় সঙ্গীতের আখড়া বসান তারা। তবে এবার বেশ কয়েকজন শিল্পীদের নিয়ে তারা এই শাস্ত্রীয় সংগীতের মহল তৈরি করেছিলেন।

advertisement

আরও পড়ুন: শুধু শরীর সুস্থ রাখা নয়, যোগ দেখাচ্ছে রোজগারের দিশাও! ৩০০ ছেলেমেয়ে নিয়ে এই প্রশিক্ষক যা করছেন রীতিমত অবাক করা

পশ্চিম মেদিনীপুরের বেলদার বেশ কয়েকজন সংগীত শিল্পী, বাচিক শিল্পী, তবলচি সহ সংস্কৃতিমনস্ক যুবক যুবতীরা মিলে তৈরি করেছেন এই গুঞ্জরণ নামক সংঘ। যারা এলাকায় প্রচার করছেন শাস্ত্রীয় সংগীতের। এদিনের এই সাংস্কৃতিক আয়োজনে বাঁশির সুর প্রদর্শন করেন আইপিএস ইন্দ্রজিৎ বসু। শুধু তাই নয় সরোদে সুর তোলেন দ্বীপ্তনিল ভট্টাচার্য এবং শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন উপাসনা কর। এ দিন ছোট থেকে বৃদ্ধ সকলেই বেশ মনোযোগ সহকারে শুনলেন এই বিশেষ শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

মূলত গ্রামীণ এলাকায় প্রতিযোগিতা নয় শাস্ত্রীয় সংগীতের প্রচার এবং প্রসারের লক্ষ্যে বেশ কয়েকজন যুবক-যুবতীর এই আয়োজন। স্বাভাবিকভাবে এলাকায় সংস্কৃতি চর্চা এবং সুস্থ মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ আয়োজন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রঞ্জন চন্দ 

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল