West Medinipur News: শুধু শরীর সুস্থ রাখা নয়, যোগ দেখাচ্ছে রোজগারের দিশাও! ৩০০ ছেলেমেয়ে নিয়ে এই প্রশিক্ষক যা করছেন রীতিমত অবাক করা

Last Updated:

West Medinipur News: প্রতিদিন দাঁতন এলাকার বিভিন্ন জায়গায় তিনি এই প্রশিক্ষণ দেন। বেশ কয়েকজন ইতিমধ্যে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সফলতা পেয়েছে।

+
যোগ

যোগ ব্যায়াম শিক্ষক নাট্যকর্মী 

পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রামে জন্ম। ঘরে ছিল যোগার মহল। মা ছাড়া বাবা, দাদা এমনকি নিজেও প্রতিদিন যোগ অনুশীলন করতেন। শুধু তাই নয়, জাতীয় স্তরের যোগা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সকলে। বাবাকে দেখে ছোটবেলায় শুরু যোগ চর্চা। তবে ধীরে ধীরে কিশোর বয়স থেকেই এই চর্চাকে ক্রমশ পেশায় পরিণত করেছেন এক ব্যক্তি। ধীরে ধীরে নাটকেও অনুপ্রবেশ হয় তার। প্রথমে নাট্য অভিনেতা এবং বর্তমানে তিনি নাট্য পরিচালকও। বয়স যেন তার কাছে কোন বাধা নয়, ৫০ উত্তীর্ণ এই ব্যক্তি এখনও নিয়মিত ছোট ছোট ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেন যোগ ব্যায়ামের।
ছাত্র-ছাত্রী সংখ্যাটা প্রায় তিন শতাধিক। পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত দাঁতন থানার বলভদ্রপুরের বাসিন্দা পেশায় যোগা প্রশিক্ষক অমৃত দাস। যোগ শিক্ষায় বাবার কাছেই হাতেখড়ি। এভাবে কিশোর বয়স থেকে শুরু যোগব্যায়ামের চর্চা। যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলেছেন। ১৭-১৮ বছর বয়স থেকে শুরু করেন যোগ শিক্ষা দেওয়া। সামান্য কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে শুরু হওয়ার অমৃত দাসের এই প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন শতাধিক। শুধু শরীর মন সুস্থ রাখা নয় শিক্ষককে দেখে অনুপ্রাণিত হয়েছেন বহু ছেলেমেয়ে থেকে অভিভাবকেরা।
advertisement
advertisement
পঞ্চাশ উত্তীর্ণ অমৃত এখনও ফিট। শুধু একজন যোগা প্রশিক্ষক নয়, অমৃতবাবু একজন নাট্য অভিনেতা। দাঁতন বলভদ্রপুর উদ্যোগ নাট্য সংস্থার একজন অভিনেতা এবং পরিচালক। সারাদিন যোগ চর্চা এবং নাট্যচর্চার মধ্যে দিন কাটে তার। তবে কেন প্রত্যন্ত গ্রামে এলাকায় শুরু হল তার যোগের প্রশিক্ষণ। জানা যায়, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যোগব্যায়াম শিক্ষার তেমন কোন ব্যবস্থা ছিল না। তাই নিজেই শেখার পাশাপাশি শুরু করলেন শেখানোর কাজ। তবে এখন বয়স হচ্ছে, তবে নিজেকে বয়স্ক ভাবতে নারাজ তিনি। বয়স তার মত এগোলেও তিনি রয়েছেন যুবকদের মত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিদিন দাঁতন এলাকার বিভিন্ন জায়গায় তিনি এই প্রশিক্ষণ দেন। ছোট ছোট ছেলে মেয়েদের কখনও বকাঝকা আবার কখনও আদর করে শিখিয়ে দেন। বেশ কয়েকজন ইতিমধ্যে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে যোগা প্রতিযোগিতায় সফলতা পেয়েছে। স্বাভাবিকভাবে ৫০ অতিক্রান্ত অমৃত দাস এখনও যুবক, শিখিয়ে চলেছেন যোগ ব্যায়াম। সুস্থ ও মানসিকভাবে দৃঢ় করে তুলছে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শুধু শরীর সুস্থ রাখা নয়, যোগ দেখাচ্ছে রোজগারের দিশাও! ৩০০ ছেলেমেয়ে নিয়ে এই প্রশিক্ষক যা করছেন রীতিমত অবাক করা
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement