আরও পড়ুন: গঙ্গাসাগর মেলার সঙ্গে জুড়ল ইসরোর নাম
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের আটটি ধারা আছে। ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুরি, মনিপুরি, মোহিনীঅট্টম, ক্ষত্রিয় এবং ওডিশি। কিন্তু বর্তমান প্রজন্ম ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে কিছুটা হলেও দূরে সরে গিয়েছে। আর তাই তাদের আবার দেশের ঐতিহ্যবাহী এই নৃত্যকলায় আকৃষ্ট করে তুলতে এই বিশেষ উদ্যোগ।
advertisement
পাশ্চাত্য নৃত্য এবং বিভিন্ন সিনেমার নৃত্যে বর্তমান প্রজন্ম সাবলীল হলেও শাস্ত্রীয় নৃত্য থেকে আগ্রহ হারাচ্ছে। বর্তমান প্রজন্মকে আবারও শাস্ত্রীয় নৃত্যে আগ্রহী করে তুলতে কর্মশাল আয়োজিত হল পূর্ব মেদিনীপুরের জেলা সদর তমলুকে। ভারতবর্ষে শাস্ত্রীয় নৃত্যের মধ্যে অন্যতম নৃত্য হল কত্থক ও মনিপুরি নৃত্য। শাস্ত্রীয় নৃত্যের এই দুই ধারার উপরেই মূলত কর্মশালাটি হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চারদিন ধরে তমলুকের মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয় এই কর্মশালা ও সন্ধ্যাকালীন অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় নৃত্য প্রশিক্ষণ দেন মণিপুরি নৃত্য বিশারদ বিম্বাবতি দেবী, কত্থক নৃত্য বিশারদ সন্দীপ মল্লিক, এবং মোহিনীঅট্টম নৃত্য বিশারদ মোম গাঙ্গুলি। ছাত্র-ছাত্রীদের শেখানো হয় বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের আর্ট ফর্ম।
সৈকত শী





