কান্দি থানার অন্তর্গত মুনিগ্রামে বাড়ি মৃত আব্দুর রহমানের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে সে নদীতে স্নান করতে গিয়েছিল। এদিকে টানা বৃষ্টির জেরে নদীর জল স্তর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় নদীতে স্নান করতে নেমে স্রোতের টানে টাল সামলাতে না পেরে তলিয়ে যায় ওই শিশুটি।
আরও পড়ুন: টানা বৃষ্টির মধ্যেই সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি! কবে পর্যন্ত বৃষ্টি চলবে জেনে নিন
advertisement
স্থানীয় বহরা বিবেকানন্দ সেন্ট্রাল স্কুলে পড়ত শিশুটি। এদিন পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে এসেই বাড়ির কাছেই কানা ময়ূরাক্ষী নদীতে স্নান করতে যায়। পা ফসকে হঠাৎই নদীতে তলিয়ে যায়। নদীর জলস্তর বৃদ্ধি থাকার কারণে খুব দ্রুত ভেসে যায় সে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টায় নামে। কিন্তু প্রায় দু’ঘন্টা পর নদীর একটি কালভার্টের নিচে থেকে ওই শিশুর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান। শিশুর দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মৃত শিশুর বাবার নাম ডালিম শেখ ও মা খুশাই বিবি। তাঁদের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে। কন্যা সন্তান দশম শ্রেণির ছাত্রী। আব্দুর রহমান পরিবারের ছোট সন্তান ছিল। এই আকস্মিক দুর্ঘটনায় পরিবারের পাশাপাশি গ্রামের মানুষজন শোকোস্তব্ধ। এদিকে নিয়মমাফিক পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে দেহটি। ময়নাতদন্তের পর সেটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।