টানা বৃষ্টির মধ্যেই সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি! কবে পর্যন্ত বৃষ্টি চলবে জেনে নিন

Last Updated:

ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া

+
মঙ্গলবার

মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে

নামখানা, দক্ষিণ ২৪ পরগণা, নবাব মল্লিক: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণার উপকূলীয় এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। সবথেকে বেশি প্রভাব পড়েছে পাথরপ্রতিমা ও নামখানার নিচু এলাকাগুলিতে। পাথরপ্রতিমার বন শ্যামনগর, নামখানার ঈশ্বরীপুরের পর মৌসুনির পয়লাঘেরির তেঁতুলতলা খাল সংলগ্ন এলাকা সহ কুসুমতলার খিরিশতলা এলাকাতেও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধ মেরামতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। সব মিলিয়ে পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে পরবর্তী নিম্নচাপ অঞ্চল! ফলে কিছুতেই থামছে না বৃষ্টি। শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। তবু বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই। এমনটা কবে হয়েছে অনেকেই মনে করতে পারছেন না।
আরও পড়ুন: প্রথম স্ত্রীর স্মৃতিতে গড়া বিভূতিভূষণের পাঠাগার ধ্বংসের মুখে
পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে বহু মানুষের রান্নাঘর, শোওয়ার ঘরেও জল ঢুকে গিয়েছে। স্বাভাবিক জনজীবন একেবারেই বিপর্যস্ত। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে খুব কম মানুষজন বের হচ্ছে। এর ফলে প্রভাব পড়েছে কৃষিকাজের উপরেও। আবহাওয়া দফতর আশঙ্কার কথা শুনিয়ে জানিয়েছে, সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখাও সক্রিয়।
advertisement
advertisement
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল ঘেঁষা উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া ব‌ইতে থাকবে। ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এখানকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে অমাবস্যার ভরা কোটাল পরিস্থিতি আরও আশঙ্কাজনক করে তুলেছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টির মধ্যেই সাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি! কবে পর্যন্ত বৃষ্টি চলবে জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement