মৃত ছাত্রের নাম অরিত্র মন্ডল (১৭)। দুর্গাপুর থানা এলাকার একটি ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের পড়ুয়া সে। কোকওভেন থানা এলাকার ঋষি অরবিন্দ পল্লী এলাকার বাসিন্দা অরিত্র। বিজ্ঞান বিভাগের পড়ুয়া ছিল সে। বেশ কিছুদিন ধরে পড়াশোনার চাপ সহ্য করতে পারছিল না এমনটাই জানাচ্ছিল বন্ধুদের।
আরও পড়ুন: 'দুর্নীতি সামনে এনেছি বলেই আমার বিরুদ্ধে চিঠি', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
advertisement
অন্যদিকে সামনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগেই স্কুলের পরীক্ষায় নম্বর কম পাওয়াই তাকে মানসিক অবসাদগ্রস্ত করে তোলে বলে অনুমান আত্মীয়দের। সোমবার সকালে অরিত্রকে অনেক ডাকাডাকি করার পরেও সাড়া না পাওয়াই দরজা ভাঙতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
আরও পড়ুন: ফেসবুক লাইভ করে আত্মহত্যা বিজেপি কর্মীর, বিস্ফোরক অভিযোগে তোলপাড়
তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এবং স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। আত্মঘাতী হয়েছে নাকি এর মধ্যে রয়েছে অন্য কোনও রহস্য, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কোকওভেন থানার পুলিশ।