'দুর্নীতি সামনে এনেছি বলেই আমার বিরুদ্ধে চিঠি', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated:

Calcutta High Court: একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি।''

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে শোরগোল
#কলকাতা: এসএসসি দুর্নীতি সহ একাধিক মামলায় তাঁর নির্দেশ সাড়া ফেলেছে রাজ্যে। তাঁর নির্দেশের প্রেক্ষিতেই চাকরি খুইয়েছেন মন্ত্রী কন্যা। কলকাতা হাই কোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রধান বিচারপতির কাছে চিঠি দিলেন আইনজীবীদের একাংশ। আর সেই চিঠির প্রেক্ষিতেই মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে আমি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কতগুলো মানুষ জেলে রয়েছে। কতজন গ্রেফতার হয়েছে। আমার বেঞ্চে কাউকে একটাকা দিতে হয় না মামলা তোলার জন্য। এগুলো বন্ধ করে দিয়েছি।''
advertisement
advertisement
একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য বিচারপতি'র। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে এজলাসে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আবেগঘন ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,''আমাকে নিয়ে পড়েছ কারণ আমি কোরাপশন সামনে এনেছি তাই। এই আদালতের অনেক বিচারপতিই দেরি করে বসেন। কেউ দুপুর ১২টায় বসেন আবার উঠে যান বিকেল ৩টের সময়। সেই সমস্ত বিচারপতিদের নিয়ে কেন কোনও চিঠি লেখা হয়না?''
advertisement
এরপরই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''আমি এই চিঠি বরদাস্ত করব না।
যারা চিঠিতে সই করেছেন তাদের বলার সুযোগ দেব। আর তারপর ক্রিমিনাল কনটেম্প জারি করব। হাই কোর্ট বারের এক্সিকিউটিভ সদস্য কাকলি নস্করের সই দেখেছি চিঠিতে। আমি তাঁর সঙ্গেও কথা বলতে চাই, বিকেলে চেম্বারে আসুক কাকলি নস্কর। তাঁকে নিয়ে আসুন বার সম্পাদক।''
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'দুর্নীতি সামনে এনেছি বলেই আমার বিরুদ্ধে চিঠি', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement