এই কাজ করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ রেকর্ডের খাতায় নাম তুলেছে ফাল্গুনী। ঘড়ি ধরে প্র্যাকটিস করে ৩০ মিনিটের কম সময়ে ‘লর্ড কৃষ্ণা’কে এঁকে সেই ভিডিও পাঠানো হয় সংশ্লিষ্ঠ সংস্থাকে, তার পরই আসে স্বীকৃতি। কেঞ্জাকুড়ার একটি ছোট্ট পরিবার। গ্রামের কামারপাড়ায় বাস।
আরও পড়ুন: এলাকায় প্রথম বইমেলা, প্রথম দিনেই বাজিমাত! জানেন কত টাকার হল বই বিক্রি
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের মূল জীবিকা কাঁসার বাসন তৈরি করা অর্থাৎ শিল্পসত্তা ছোট থেকেই ছিল তার। সেই শিল্প সত্তাকে কাজে লাগিয়ে ছবি আঁকা নিয়ে এগিয়ে যেতে চায় ফাল্গুনী। পড়াশোনা শেষ করে আঁকায় মনোনিবেশ করতে চায় সে। ফাল্গুনী চন্দর বাবা বলেন, “মেয়ে যা কাজ করেছে তাতে গোটা গ্রাম গর্বিত। এত কম সময় এত সুন্দর একটা ছবি আঁকা চাট্টিখানি কথা নয়। আমি চাই ও আঁকা নিয়ে এগিয়ে যাক।”
বাঁকুড়ার আনাচে কানাচে বহু প্রতিভা ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় প্রতিবছর। অনেকেই ইন্ডিয়া বুক অব রেকর্ড থেকে পান ‘অ্যাপ্প্রেসিয়েশন’ কিন্তু রেকর্ড বুকে নাম তোলা অতটা সহজ নয়। রেকর্ড বুকে নাম তুলতে গেলে সত্যিকারের কিছু একটি ভাল করে দেখাতে হবেই! সেই কাজটি করে দেখিয়েছেন ফাল্গুনী চন্দ। ৩০ মিনিটের কম সময়ে দুর্ধর্ষ একটি পেন্সিল স্কেচের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কৃষ্ণকে।
নীলাঞ্জন ব্যানার্জী





