এই ঘটনার প্রতিবাদ করায় খরিবেড়িয়ার পপি কিন্নর গোষ্ঠীর কিন্নররা রাস্তায় নেমে মিছিল করে প্রতিবাদ জানায়। সকারের উপর রাগ উগরে দেয়। তাদের অভিযোগ কলকাতার বিভিন্ন থানায় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। পুলিশ এখনও পর্যন্ত দোষীদের বরূদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। প্রশাসন যদি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এবং তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।
advertisement
স্থানীয়দের অভিযোগ, এই দুই কিন্নর গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক কালে নানা কারণে বিবাদ বেঁধেছে। যার কারণে কিন্নররা তো বটেই অন্যান্য সাধারণ মানুষরাও এদিন সমস্যার সম্মুখীন হয়। পুলিস প্রশাসনের কাছে এই সমস্যার দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
Suman Saha
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 8:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কিন্নরদের দুই গোষ্ঠীর ঝগড়া ও মারামারি, যার ফলে ব্যাপক উত্তেজনা ছড়াল মহেশতলায়