কাকদ্বীপ: বয়স মাত্র ১৬। ফুটবলের প্রতি অগাধ প্রেম ও নেশা। পরিশ্রম করে অর্জন করেছে যোগ্যতাও। স্বপ্নপূরণ করতেও অপেক্ষা করতে হল না দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বাসিন্দা শুভম দাসের। পরিশ্রমের পশল হিসেবে সুযোগ পেয়েছেন মোহনবাগানের হয়ে ফুটবল খেলার। জীবনে এসেছে স্বপ্নের সাফল্য। আর এই সাফল্যের গল্প পথ দেখাচ্ছে অন্যান্য কিশোর কিশোরীদের। কিশোর ফুটবলারের এমন সাফল্যে খুশি স্থানীয়রা।
কাকদ্বীপের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শুভম। মাত্র ১৬ বছর বয়সেই মোহনবাগানের অনুর্ধব ১৬ দলে খেলার সুযোগ পেয়েছেন। মোহনবাগানের হয়ে কেলে সাফল্যও পেয়েছেন। তবে এখানেই থেমে থাকতে নারাজ শুভম। বর্তমানে তার স্বপ্ন ভারতীয় দলে খেলা। সেই লক্ষেই কাকদ্বীপে প্রতিনিয়ত অনুশীলন চালাচ্ছেন তিনি। তার সেই অনুশীলন দেখে উৎসাহিত হয়ে অন্যান্য যুবক যুবতীরা ফুটবল খেলতে এগিয়ে আসছে।
শুভম সবে মাত্র মাধ্যমিকের গন্ডি পার করেছে। তবে ছোটবেলা থেকে শুভম যে ফুটবল খেলত তা নয়। ছোটবেলায় ক্রিকেট খেলায় আগ্রহ ছিল তার। মাত্র ৭ বছর বয়স থেকেই খেলার জন্য অনুশীলন শুরু করে সে। তবে পরে স্থানীয় ফুটবল ক্লাবে যোগ দিয়ে ধীরে ধীরে ফুটবল খেলার প্রতি আগ্রহ সৃষ্টি হয় তার। তারপর ফুটবলকেই ধ্যান-জ্ঞান করে নেয় শুভম। ছেলের সাফল্যে গর্বিত পরিবারও।
আরও পড়ুনঃ Lionel Messi: ফের 'বর্ষসেরা ফুটবলার' হলেন লিওনেল মেসি, হারিয়ে দিলেন এমবাপে-নেইমার-রোনাল্ডোকে
বর্তমানে খেলার জন্য প্রায়শই কলকাতায় যেতে হয় তাকে। সেক্ষেত্রে খুবই অসুবিধা হয় বলে জানিয়েছেন শুভম। ছেলে আরও বড় জায়গায় খেলুক এটাই চায় শুভমের বাবা-মা। শুভম জানিয়েছেন, "তার স্বপ্ন ভারতীয় দলের জার্সি গায়ে খেলা।" সেই লক্ষে অনুশীলন করছেন তিনি। পছন্দের ফুটবলার সুনীল ছেত্রী। তাঁর সঙ্গে একসঙ্গে খেলতেও চান সে। আগামীতে আইএসএল-এ খেলতে পারলে খুবই ভালো লাগবে বলে জানিয়েছে সে।
Nawab Mallick
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Football Team, Kakdwip, Mohun Bagan, South 24 Parganas, South 24 Parganas news