গাড়ি দাঁড় করানো নিয়ে চালকদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের বচসা ও ধাক্কাধাক্কি। এক লরি চালকের মাথা ফেটে যাওয়ার কারণে লরির চাল ও খালাসিরা সিভিক ভলেন্টিয়ার কে প্রকাশ্যে জুতোপেটা করে সেই ছবি ভাইরাল।
advertisement
অন্যদিকে, টাকা ও গয়না ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে আবারও মানবিক মুখ রঘুনাথগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ারের। এবার এমন নজির গড়ল মুর্শিদাবাদ। ঠিক কী ঘটেছিল! জানা গিয়েছে, সোমবার দুপুরে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন রঘুনাথগঞ্জের বালিঘাটার বাসিন্দা খুশি খাতুন। টোটোতে চড়ে বাড়ি যাওয়ার সময় তার একটি ব্যাগ পড়ে যায় রঘুনাথগঞ্জ বালিঘাটা রাজ্য সড়কের ওপর জঙ্গিপুর একটি অফিস সংলগ্ন রাস্তায়। পরে নজরে আসে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারদের। ব্যাগ উদ্ধার করে রঘুনাথগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ার স্নেহময় সরকার। সঙ্গে সঙ্গেই ব্যাগটি নিয়ে সে উপস্থিত হয় রঘুনাথগঞ্জ থানায়।