Kolkata Metro: পুজোর পাঁচ দিন...! ষষ্ঠী থেকে দশমী-কখন থেকে কখন চলবে মেট্রো? হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V সূচি জেনে নিন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
পুজোর সময়ে কখন থেকে কখন চলবে কলকাতা মেট্রো, জানিয়ে দিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত, কলকাতা মেট্রোর সময়সীমা দেখে নিন।
advertisement
সবুজ লাইনপঞ্চমী (২৭.০৯.২০২৫)পঞ্চমী (শনিবার) অর্থাৎ ২৭.০৯.২০২৫ তারিখে, ২২৫টি পরিষেবা (১১৪টি ইউপি এবং ১১১টি ডিএন) সকাল ৭:৩০ থেকে রাত ৯:১৬ পর্যন্ত পরিচালিত হবে, যার সর্বোচ্চ গতি ৬ মিনিট।
advertisement
প্রথম পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ৭:৩০ মিনিটেসল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত সকাল ৭:৪৪ মিনিটেশেষ পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ৯:১৬ মিনিটেসল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত
advertisement
ষষ্ঠী (২৮.০৯.২০২৫)ষষ্ঠী (রবিবার) অর্থাৎ ২৮.০৯.২০২৫ তারিখে, ১৮৪টি পরিষেবা (৯২টি ইউপি এবং ৯২টি ডিএন) সকাল ৯:০০ টা থেকে রাত ৯:২৮ টা পর্যন্ত পরিচালিত হবে, যার পিক আওয়ার ফ্রিকোয়েন্সি ৮ মিনিট।
advertisement
প্রথম পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত সকাল ৯:০০ টায়সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯:০২ টায়শেষ পরিষেবা:-সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯:২০ টায়সল্টলেক সেক্টর V পর্যন্ত রাত ৯:২৮ টায়সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত ৯:২৮ টায়। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত
advertisement
সপ্তমী, অষ্টমী এবং নবমী (২৯.০৯.২০২৫, ৩০.০৯.২০২৫ এবং ০১.১০.২০২৫)সপ্তমী (সোমবার), অষ্টমী (মঙ্গলবার) এবং নবমী (বুধবার) অর্থাৎ ২৯.০৯.২০২৫, ৩০.০৯.২০২৫ এবং ০১.১০.২০২৫ তারিখে, ১৯২টি পরিষেবা (৯৭টি আপ এবং ৯৫টি ডিএন) পরের দিন ভোর ২:৩০ টা থেকে ০৪:১৮ টা পর্যন্ত ৮ মিনিটের পিক আওয়ার ফ্রিকোয়েন্সি সহ পরিচালিত হবে।
advertisement
প্রথম পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত দুপুর ২:৩০ টায়দুপুর ২:৩৪ টায়। সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দানশেষ পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত ০৪:০৬ ঘন্টায়সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৪:১৮ ঘন্টায়
advertisement
দশমী (০২.১০.২০২৫)দশমীতে (বৃহস্পতিবার) অর্থাৎ ০২.১০.২০২৫ তারিখে, ৭৪টি পরিষেবা (৩৭টি ইউপি এবং ৩৭টি ডিএন) দুপুর ২:৩০ থেকে রাত ১২:৩২ ঘন্টা পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে উপলব্ধ থাকবে।
advertisement
প্রথম পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত দুপুর ২:৩২ ঘন্টায়সল্ট লেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত দুপুর ২:৩২ ঘন্টায়শেষ পরিষেবা:-হাওড়া ময়দান থেকে সল্ট লেক সেক্টর V পর্যন্ত রাত ১২:৩০ ঘন্টায়সল্ট লেক সেক্টর V পর্যন্ত রাত ১২:৩২ ঘন্টায়। সল্টলেক সেক্টর ভি থেকে হাওড়া ময়দান