অন্যের নিয়োগপত্র নকল করে গত তিন বছর ধরে মুর্শিদাবাদের সুতির গোঠা এ আর হাইস্কুলে শিক্ষকতা করছিলেন প্রধান শিক্ষক আশিষ তিওয়ারির পুত্র অনিমেষ তিওয়ারি।
ভুয়ো শিক্ষক পদে নিয়োগ করার অভিযোগে হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু করে। শুধু অনিমেষ তিওয়ারি নয়, অনিমেষ তিওয়ারির মত আরও অনেক ভুয়ো শিক্ষক রয়েছে বলেই মনে করছেন সিআইডি আধিকারিকরা। এর আগে সুতির গোঠা এ আর হাইস্কুলে প্রায় ২২জন শিক্ষককে জেরা করার জন্য ডাকা হয়। যে সমস্ত শিক্ষকদের বেশিরভাগই ২০১৯-এর পর নিয়োগপত্র পেয়েছেন। স্কুলের সমস্ত শিক্ষকদেরকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকেরা।
advertisement
আরও পড়ুন: 'তারকা' প্রচারক শুভেন্দু অধিকারীর ৪ সভা, ভিনরাজ্যে বঙ্গ নেতাদের গুরুত্ব বিজেপির!
বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। তবে বারে বারে ডাকা হলেও সিআইডি দফতরে হাজির না দেওয়ায় এবার সুতি গোৱা এ আর হাইস্কুলের প্রধান শিক্ষক আশিষ তিওয়ারির বাড়িতে হানা দিল সিআইডি। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। প্রসঙ্গত এই ঘটনা জানাজানি হতেই গা ঢাকা দিয়েছেন বাবা ও ছেলে। এর আগে দুবার প্রধান শিক্ষক আশিষ তিওয়ারি ও তার পুত্র অনিমেষ তিওয়ারিকে সিআইডি ডেকে পাঠায়। কিন্তু দুবারেই উপস্থিত হননি দুজনের কেউই।
আরও পড়ুন: কখনও ঠান্ডা ভাব, কখনও ভ্যাপসা গরম! আবহাওয়ার ভয়ঙ্কর খেলা শুরু, বিরাট আপডেট
শনিবার সরাসরি আশিষ তিওয়ারির বাড়িতেই হানা দিল সিআইডি আধিকারিকেরা। শুক্রবার বর্তমান বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক পুরবী বিশ্বাস, সুতি গোষ্ঠা এ আর হাইস্কুলের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অলিউল ইসলামকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকেরা।শনিবার সুতির গোঠা এ আর হাইস্কুলের ম্যানেজিং কমিটির ৭ সদস্যকে ডাকা হয়। বহরমপুরের সিআইডি দফতরে। তাদের জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকেরা। এর আগেও এই ভুয়ো শিক্ষক কান্ডের তদন্তে বহরমপুর শিক্ষাভবন ও সুতি গেঠা এ আর হাইস্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদ চালায় সিআইডি আধিকারিকেরা।