Tripura Assembly Election 2023: 'তারকা' প্রচারক শুভেন্দু অধিকারীর ৪ সভা, ভিনরাজ্যে বঙ্গ নেতাদের গুরুত্ব বিজেপির! 

Last Updated:

Tripura Assembly Election 2023: বিধানসভা ভোটের শেষ রবিবারে ফের ত্রিপুরা সফরে গিয়ে দলীয় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় আজ শুভেন্দু অধিকারীর চারটি জনসভা রয়েছে।

শুভেন্দুর আজ চার সভা
শুভেন্দুর আজ চার সভা
আগরতলা: ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ক্ষমতা দখলের লড়াই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রচারে ঝড় তুলতে বাংলার স্টার প্রচারকদের তালিকাও প্রকাশ করেছে গেরুয়া শিবির। সেই মতো বাংলা থেকে একাধিক পদ্ম নেতা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
আজ, বিধানসভা ভোটের শেষ রবিবারে ফের ত্রিপুরা সফরে গিয়ে দলীয় প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। ত্রিপুরায় আজ শুভেন্দু অধিকারীর চারটি জনসভা রয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তারকা প্রচারকদের যে ৪০ জনের নামের তালিকা প্রকাশ করেছে তাতে বাংলার কয়েকজন পদ্ম নেতাও রয়েছেন, যাঁরা পর্যায়ক্রমে ত্রিপুরা গিয়ে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। আজ ফের ত্রিপুরায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর।দলীয় প্রার্থীদের সমর্থনে বেলা একটায় বিজয় সংকল্প সভায় প্রথম কদমতলা-কুর্তিতে অংশ নেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনসভাটি রয়েছে ধর্মনগরে।
advertisement
advertisement
গত শুক্রবার ও মঙ্গলবার শুভেন্দু অধিকারী ত্রিপুরায় দু'টি জনসভা করেন। প্রথমটি কমালাসাগর এবং দ্বিতীয়টি তেলিয়ামুরাতে। এছাড়া কমলাসাগরেও সভা করেছেন তিনি। ত্রিপুরা নির্বাচনের প্রচারে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজনৈতিক কর্মসূচি সেরেছেন। ঠিক সেই দিনই ত্রিপুরার মাটিতে বিজেপির মেগা প্রচার করা হয়েছিল। এদিন শুভেন্দু অধিকারী আরও দুটি সভা করবেন একটি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হয়ে ধনপুরে। আর একটি সভা করবেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরীর হয়ে মজলিশপুরে৷ আজ দুটি জনসভা করবেন অমিত শাহ। রোড শো করবেন তারপরে। তবে শুভেন্দু, দিলীপ বাংলার এই দুই হেভিওয়েটের রাজনৈতিক কর্মসূচি নিয়ে সরগরম এখন ত্রিপুরা। বছর দশেক আগেও উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায় বিজেপির বিশেষ অস্তিত্ব ছিল না।
advertisement
২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ২৩ বছরের শাসনের অবসান ঘটায় গেরুয়া শিবির। তারপর মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা বিপ্লব দেব। কয়েক বছরেই অবশ্য পালাবদল হয়। বর্তমানে বিজেপি নেতা মানিক সাহার হাতেই রয়েছে রাজ্যের ব্যাটন। আসন্ন বিধানসভা নির্বাচনের দায়িত্বও মানিক সাহার উপর দিয়েছে গেরুয়া শিবির। তিনি সেই দায়িত্ব পালনে কতটা সফল হন, রাজ্যের দখল ধরে রাখতে পারেন কিনা, সেটাই দেখার। তবে তার আগে ভোট প্রচার নিয়ে তেতে রয়েছে ত্রিপুরার ভোটের ময়দান।
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: 'তারকা' প্রচারক শুভেন্দু অধিকারীর ৪ সভা, ভিনরাজ্যে বঙ্গ নেতাদের গুরুত্ব বিজেপির! 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement