Aamartya sen: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি! বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের

Last Updated:

Aamartya sen: ক্ষমা না চাইলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী।

বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
বোলপুর: "নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে সম্মানীয় ব্যক্তিকে অবমাননা করার জন্য।" ক্ষমা না চাইলে আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষকে চিঠি দিলেন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী। পাশাপাশি অমর্ত্য সেনও একটি প্রেস বিজ্ঞপ্তি দেন।
এদিন শান্তিনিকেতনের বাড়িতে সাংবাদিক বৈঠক করে অমর্ত্য সেন জানান, জমি জরিপ করলে ১৩ ডেসিমেল জমি ১৩ ডেসিমেলই থাকবে। কী কারনে জমি জরিপ করার প্রয়োজন, এটা জানলে বিশ্বভারতীর কর্মকর্তাদের কাজকর্মের প্রয়োজন হয়তো হ্রাস হতো ও অকারণে ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় থেকে নির্বাসিত হওয়ায় ভয় হ্রাস হত।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৩ ডেসিমেল জমি দখল করে রেখেছেন, দ্রুত জমি ফিরিয়ে দেওয়া হোক। এমনকি, অমর্ত্য সেন চাইলে যৌথভাবে জমি জরিপ করতে প্রস্তুত বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই রকম বিস্ফোরক ৩ টি চিঠি অমর্ত্য সেনকে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই চিঠি সংবাদমাধ্যমকেও দিয়েছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে বহু বিশিষ্ট মানুষজন অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন।
advertisement
advertisement
চিঠি দেওয়া ছাড়াও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও একাধিকবার অমর্ত্য সেনের নোবেল থেকে শুরু করে 'জমি কবজা' শব্দ ব্যবহার করে বিস্ফোরক অভিযোগ করেছেন। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এবার জমি বিতর্ক নিয়ে মাঠে নেমে বিশ্বভারতী কর্তৃপক্ষকে এক হাতে নিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
এদিন নিজের বাড়িতে আইনজীবীদের সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি জানান, বিশ্বভারতী কর্তৃপক্ষকে অমর্ত্য সেন একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাজকর্ম প্রসঙ্গে ব্যঙ্গ করেন তিনি। অমর্ত্য সেন বলেন, "জমি জরিপ কেন করতে যাব? জরিপ করার প্রয়োজন হয় মাপ বুঝতে। এখানে বিশ্বভারতী কর্তৃপক্ষ তো বলছেন ১৩ ডেসিমেল জায়গা নাকি আমার নয়। জমি জরিপ করলে কী জানা যায় জমি কার? আমার আইনজীবী বিশ্বভারতীকে জবাব দিয়েছে।"
advertisement
এদিন অমর্ত্য সেনের আইনজীবী গোড়াচাঁদ চক্রবর্তী একটি চিঠি দেন বিশ্বভারতীর সম্পত্তি আধিকারিককে। তাতে উল্লেখ করা হয়, নোবেলজয়ী ভারতরত্ন অমর্ত্য সেন সারা বিশ্বের কাছে সম্মানীয় ব্যক্তি। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অসম্মানিত করার জন্য জমি দখলের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে। আমার মক্কেল অমর্ত্য সেনকে চিঠি দিয়ে সেই চিঠি কেন বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া হল।
advertisement
সেখানে বলা হয়, ভিত্তিহীন, মিথ্যা, অযৌক্তিক, ভুয়ো অভিযোগ করা হয়েছে। তাই অবিলম্বে শ্রদ্ধেয় অমর্ত্য সেনের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা আইনত ব্যবস্থা নেব।
advertisement
এমন ভাবেই বিশ্বভারতী কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হল। অর্থাৎ, বিশ্বভারতীর লাগাতার চিঠির পরিপ্রেক্ষিতে এবার মাঠে নামলেন খোদ অমর্ত্য সেন।
ইন্দ্রজিৎ রুজ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aamartya sen: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি! বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement