আর তাই জেলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পর্যটন বিভাগ কলকাতার সঙ্গে যুক্ত করেছে পুরুলিয়াকে। আলোর সাজে সেজে উঠেছে পুরুলিয়া শহরের জিইএল চার্চ ও এজিইএস চার্চ। জঙ্গলমহলের হেরিটেজ ট্যুরিজমকে প্রাধান্য দিতে ক্রিসমাস ফেস্টিভ্যালে যুক্ত করা হয়েছে এই চার্চ গুলিকে। পুরুলিয়া জিইএল চার্চের ক্রিসমাস ফেস্টিভ্যাল আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।
advertisement
আরও পড়ুনঃ রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট, ছাড়ল না আন্ডারপাসও! যানজটের আরেক নাম ধুলাগড়, দেখুন কী অবস্থা
এ বিষয়ে জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, পুরুলিয়া জেলার ঐতিহ্য এই দুটি চার্চ। তাই রাজ্য পর্যটন দফতর এই চার্চগুলিকে বেছে নিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য। এই সময় বহু পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন। হেরিটেজ ট্যুরিজমের খুবই গুরুত্বপূর্ণ এই চার্চ। যা পর্যটকদের অনেকখানি আকর্ষিত করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী জানান, সুষ্ঠুভাবে ক্রিসমাস ও নিউ ইয়ার সম্পন্ন করতে সমস্ত দিক থেকেই তৎপর রয়েছেন তারা। এই উৎসবে যাতে কারুর কোনও অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পর্যটনকে উপলক্ষ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে।
পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এই উৎসব শহরের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।





