TRENDING:

Christmas 2025: পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

Purulia Christmas 2025: পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল। হেরিটেজ ট্যুরিজমকে প্রাধান্য দিতে শহরের জিইএল চার্চ ও এজিইএস চার্চ দুটিকে ক্রিসমাস ফেস্টিভ্যালে যুক্ত করা হয়েছে। ফেস্টিভ্যাল ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের কাছে অন্যতম বড় উৎসব হল বড়দিন তথা ক্রিসমাস। প্রভু যীশুর জন্মদিন হিসাবে এই দিনটি পালিত হয়ে থাকে। তবে বর্তমানে এই উৎসব গোটা রাজ্যবাসীর মনের উৎসব হয়ে উঠেছে। তাই তো ক্রিসমাস ফেস্টিভাল শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে। কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যালে যুক্ত হল জঙ্গলমহলের প্রান্তিক জেলা পুরুলিয়া। বড়দিনে এখনও প্রায় এক সপ্তাহ দেরি তার আগেই পর্যটকদের ভিড়ে জমজমাট পুরুলিয়া।
advertisement

আর তাই জেলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে পর্যটন বিভাগ কলকাতার সঙ্গে যুক্ত করেছে পুরুলিয়াকে। আলোর সাজে সেজে উঠেছে পুরুলিয়া শহরের জিইএল চার্চ ও এজিইএস চার্চ। জঙ্গলমহলের হেরিটেজ ট্যুরিজমকে প্রাধান্য দিতে ক্রিসমাস ফেস্টিভ্যালে যুক্ত করা হয়েছে এই চার্চ গুলিকে। পুরুলিয়া জিইএল চার্চের ক্রিসমাস ফেস্টিভ্যাল আনুষ্ঠানিকভাবে ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।

advertisement

আরও পড়ুনঃ রাস্তা জুড়ে অবৈধ দোকানপাট, ছাড়ল না আন্ডারপাসও! যানজটের আরেক নাম ধুলাগড়, দেখুন কী অবস্থা

এ বিষয়ে জেলাশাসক সুধীর কোন্থাম বলেন, পুরুলিয়া জেলার ঐতিহ্য এই দুটি চার্চ। তাই রাজ্য পর্যটন দফতর এই চার্চগুলিকে বেছে নিয়েছে ক্রিসমাস ফেস্টিভ্যালের জন্য। এই সময় বহু পর্যটক পুরুলিয়া বেড়াতে আসেন। হেরিটেজ ট্যুরিজমের খুবই গুরুত্বপূর্ণ এই চার্চ। যা পর্যটকদের অনেকখানি আকর্ষিত করবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী জানান, সুষ্ঠুভাবে ক্রিসমাস ও নিউ ইয়ার সম্পন্ন করতে সমস্ত দিক থেকেই তৎপর রয়েছেন তারা। এই উৎসবে যাতে কারুর কোনও অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পর্যটনকে উপলক্ষ করে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এই উৎসব শহরের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Christmas 2025: পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল